যে মাইলফলকের সামনে দাঁড়িয়ে মিরাজ

Ayesha Siddika | আপডেট: ০৩ এপ্রিল ২০২৩ - ০৪:১৯:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : মিরাজ এখন পর্যন্ত ১৩১ ম্যাচ খেলে ২ হাজার ১৫৭ রান ও ২৪২ উইকেট সংগ্রহ করেছেন। যেখানে টেস্টে ৩৭ ম্যাচ খেলে ১ হাজার ১৪২ রান ও ১৪৬ উইকেট এসেছে। তাতে টেস্ট ম্যাচে আর মাত্র ৪ উইকেট পেলেই ১৫০ উইকেট সংগ্রহের রেকর্ড গড়বেন মিরাজ। সোমবার (৩ এপ্রিল) গণমাধ্যমে কথা বলেন মেহেদী হাসান মিরাজ। সে সময়ে নিজের মাইলফলকের বিষয়েও কথা বলেন।

মিরাজ বলেন, ‘আমি এই মুহূর্তে মাইলফলক নিয়ে ভাবছি না। আমি চাই আরও অনেকদিন খেলতে, আরও বেশি উইকেট পেতে। এর মধ্যে এই পাওয়াগুলো আমাকে বিশেষভাবে অনুপ্রেরণা দেয়।’বাংলাদেশ দল নিয়ে মেহেদী মিরাজ বলেন, ‘অভিজ্ঞতার দিক থেকে আয়ার‍ল্যান্ড খুব বেশি টেস্ট ক্রিকেট খেলেনি। আমরা মোটামুটি খেলে আসছি। আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। সুতরাং আমরা এই বিষয়গুলো কাজে লাগিয়ে মাঠ থেকে জয় তুলে নেয়ার চেষ্টা করব। দিনশেষে জয় খুব দরকার। সেটি ১ রানে জয় পেলেও জয় বলবে, ১০০ রানে জয় পেলেও জয় বলবে।’

পেসারদের গুরুত্ব নিয়ে মিরাজ বলেন, ‘একটি ম্যাচে পেস বোলারদের পারফরমেন্স পুরো ম্যাচের চেহারা বদলে দিতে পারে। বাংলাদেশ দলে ইতোমধ্যে পেসাররা ভালো করছেন, সঙ্গে আমরা স্পিনারাও ভালো করার চেষ্টা করছি। তাতে আমরা ম্যাচ জেতাও শুরু করছি।’মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

 

 

কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৪:১৮

▎সর্বশেষ

ad