
স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাওয়ার আগে ঘরের মাঠে হেরেছিল তারা। বিরতির পরও তাদের শুরুটা হয়েছে হার দিয়ে। এর মধ্যে কিনা প্যারিসের দলটির সঙ্গে লিওনেল মেসির দ্বন্দ্বের কথা ফাঁস হলো। শোনা যাচ্ছে, ক্লাব কর্তাদের সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধ আর্জেন্টাইন তারকা। কারণ, আগামী মৌসুমে চুক্তি সই করতে গেলে অন্তত ৩০ শতাংশ বেতন ছেঁটে ফেলবেন প্যারিস কর্তারা। সেই সিদ্ধান্ত মানতে একেবারেই নারাজ এল এম টেন।
কিন্তু এখানেই নাকি মেসির আপত্তি। তিনি কম বেতনে পিএসজির হয়ে খেলতে চান না। যদিও গত বছর মেসি জানিয়েছিলেন, এই ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী তিনি। কিন্তু তার জন্য বেতন কমাতে রাজি নন মেসি। আগামী জুলাই মাসেই পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হচ্ছে। এরপর কোন ক্লাবের হয়ে খেলবেন বিশ্বকাপজয়ী তারকা, তা নিয়ে জল্পনা বাড়ছে।
ক্লাবের সঙ্গে চুক্তি নিয়ে টানাপোড়েনের মধ্যে দর্শকদের কটাক্ষের মুখেও পড়েছেন মেসি। রবিবার লিগ ওয়ানের ম্যাচের প্রথম একাদশে খেলতে নামেন মেসি। তার নাম ঘোষণা হতেই শিস দিয়ে ব্যঙ্গ করতে শুরু করেন দর্শকদের একাংশ। লিওঁর বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে হেরেছে পিএসজি।
কিউটিভি/আয়শা/০৩ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫০