
ডেস্ক নিউজ : সরকার ঘোষিত হজ্ব প্যাকেজ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি কে এম কামরুল কাদের এবং খিজির হায়াতের দৈত বেঞ্চ এ আদেশ দেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ উজ জামান জনস্বার্থে এ রিট দায়ের করেন। গত ৬ মার্চ হজের প্যাকেজ মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণ করতে আইনি নোটিশ পাঠানো হয়।
হজ্ব মন্ত্রণালয় এবং সৌদি আরবে মধ্যস্থতাকারীদের সক্ষমতার অভাবেই দেশে হজ্বের প্যাকেজ মূল্য বাড়ছে বলে মনে করেন রিটকারীরা।
হাইকোর্ট বলেন, সকল দেশে হজ্বের প্যাকেজ অনেক কম থাকলেও এদেশে সেভাবে মনিটরিং না করার ফলে হজ্বের প্যাকেজ মূল্য এত বেশি।
এ বিষয়ে ৪ সপ্তাহ পর রুল শুনানি হবে বলেও জানায় হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গাজী মো. মহসীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
প্রসঙ্গত, সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করেছে সরকার। অন্যদিকে, কোরবানি ছাড়াই এবার বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। আগের বছরের চেয়ে দেড় লাখ টাকা বেড়েছে।
কিউটিভি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/দুপুর ২:৪৮