
আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকদিন ধরে রাজধানী দামেস্ক ও আলেপ্পোসহ বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এর মধ্যে শুক্রবার (৩১ মার্চ) দামেস্কের নিকটবর্তী এলাকায় ইসরাইলি বিমান হামলায় মিলাদ হায়দারি নামে ইরানের এক সামরিক উপদেষ্টা নিহত হন। হায়দারি ইরানের রেভল্যুশনারি গার্ডের সদস্য ছিলেন।
ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর কথা স্বীকার করেছে তেলআবিব। ওই সামরিক উপদেষ্টা নিহত হওয়ার খবরে ইরান ও ইসরাইলের মধ্যে তুমুল উত্তেজনা দেখা দিয়েছে।
এ অবস্থায় বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে ইসরাইলকে এর কঠোর জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা যায়, তেল আবিবকে এর মাশুল দিতে হবে বলে হুঁশিয়ার করেছে তেহরান।
এদিকে ইসরাইলের দাবি, লেবাননের হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। একই কথা বলছে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও।
২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থনে ধীরে ধীরে দেশটিতে ইরানের প্রভাব বাড়তে থাকে। এতে প্রায়ই ইরান সমর্থিত গোষ্ঠী ও তাদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইলি বাহিনী।