
আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে শুক্রবার (৩০ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা শুরু হয়। সরাসরি ও অনলাইন অডিশনের মাধ্যমে এই প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
রমজানের শেষ ১০ দিনে যেকোনো দিন প্রায় ১ হাজার আমিন্ত্রিত অতিথির উপস্থিতিতে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বিজনেস ফোরাম ইউএইসহ বাংলাদেশ কমিউনিটি এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক।
শুক্রবার মধ্যরাতে এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এ সময় অসংখ্য প্রবাসীর পাশাপাশি কোরানে হাফেজদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনলাইনের মাধ্যমে পাঁচ দিন ধরে প্রতিযোগিতার অডিশন রাউন্ড চলবে। প্রতিযোগীর মধ্য থেকে দশ জনকে ফাইনাল রাউন্ডের জন্য চূড়ান্ত করা হবে। গত ৫/ ৬ বছর ধরে সারজা ও আজমান অঞ্চলে প্রবাসী বাংলাদেশীরা আলাদা ভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে।
কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:১৪