হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি

Ayesha Siddika | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১০:০২:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে দারুণ সময় কাটাচ্ছে সিটিজেনরা। একের পর এক ম্যাচ জিতে আত্মবিশ্বাসেও ঘাটতি নেই কোনো। ইপিএলে টানা ছয় ম্যাচ অপরাজিত পেপ গার্দিওলা বাহিনী। ফুটবলাররাও আছেন দুর্দান্ত ছন্দে। তাই খানিকটা নির্ভার কোচ গার্দিওলা। তবে অতীত পরিসংখ্যানের দিকে তাকালে স্বস্তির উপলক্ষ খুঁজে পাবেন না তিনি। গত দুই বছরে সাতবারের দেখায় মাত্র দুটিতে জিতেছে সিটি, তিনটিতে জয় পেয়েছে অল রেডরা। ড্র দুই ম্যাচ।


এদিকে ভেন্যু এমিরেটস স্টেডিয়ামে টেবিল টপার আর্সেনাল মুখোমুখি হবে লিডস ইউনাইটেডের। চলতি মৌসুমে রীতিমতো উড়ছে গানাররা। জয়, হার মিলিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা অক্ষুণ্ণ রেখেছে আর্তেতা বাহিনী। প্রতিপক্ষ লিডসের বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে আছে দল। কেননা, বিগত দুই বছরে পাঁচ দেখায় কখনোওই জয়ের মুখ দেখেনি লিডস। তাই এ ম্যাচেও জয় তুলে নিতে আত্মবিশ্বাসী আর্সেনাল।
আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। ঘরের মাঠে ভিলাকে আতিথ্য দিয়ে জয় তুলে নিতে বদ্ধপরিকর ব্লুজ। তবে, অ্যাস্টন ভিলাও ছেড়ে কথা বলবে না। অতীতে দুদল লড়াই করেছে সমানে সমান। তিন বছরের সাত ম্যাচে দুটি করে জয় আছে দুদলের।

 

 

কিউটিভি/আয়শা/০১ এপ্রিল ২০২৩,/রাত ১০:০১

▎সর্বশেষ

ad