ব্রেকিং নিউজ
‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম

নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সহজ জয়

uploader3 | আপডেট: ০১ এপ্রিল ২০২৩ - ১২:৪২:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। 

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ডাচরা। তবে ব্যক্তিগত ৪৫ রানে বিক্রমজিত সিংহ আর ১৮ রানে ম্যাক্স ও’ডাউড ফিরলে ছন্দপতন হয় নেদারল্যান্ডসের। 

৪৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৯ রান করে তারা। সর্বোচ্চ ৪৮ রান আসে তেজা নিদামানুরুর ব্যাট থেকে। জবাবে, মাত্র ২ উইকেট হারিয়ে ১২০ বল হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ৭৯ বলে ৯০ রানে অপরাজিত থাকেন অধিনায়ক টেম্বা বাভুমা। অপরপ্রান্তে ৩৭ বলে ফিফটি করেন মারক্রাম। তাদের অবিচ্ছিন্ন ১০২ রানের জুটিতে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া পেসার সিসান্দা মাগালা। 

এর আগে, বৃষ্টিকে পরিত্যক্ত হয় সিরিজের প্রথম ম্যাচ।

এই জয়ে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এক ধাপ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। তবে এখনও কাটেনি শঙ্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ওভার-রেটের পেনাল্টি ছাড়া জিততে হবে তাদের। 

সেইসঙ্গে কামনা করতে হবে আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে আয়ারল্যান্ড যেন অন্তত একটি ম্যাচ হারে।

কিউটিভি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/দুপুর ১২:৪১

▎সর্বশেষ

ad