
বিনোদন ডেস্ক : ‘পুষ্পা’ সিনেমা দিয়ে রাতারাতি সর্বভারতীয় তারকা হয়ে ওঠেন রাশমিকা মান্দানা। স্পষ্ট কথা বলার জন্য নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন তবুও তার অনুরাগীর সংখ্যা কম নয়। তবে এবার রাশমিকার কথা শুনে মনে গলেছে তার নিন্দুকদের। অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ তার অনুরাগীরা।সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, প্রতিদিনই তিনি তার বাড়ির পরিচারকদের পা ছুঁয়ে প্রণাম করেন।
সহজাত স্বভাবের জন্য ভীষণ জনপ্রিয় এ অভিনেত্রী। পরিচারকের পা ছুঁয়ে প্রণামের কথা শুনে সকলেই আপ্লুত। রাশমিকা জানান, তিনি কোনো রকম শ্রেণিগত বিভাজনে বিশ্বাসী নন। অভিনেত্রীর কথায়, ‘জীবনে ছোট ছোট জিনিসগুলো আমার কাছে গুরুত্ব পায়। সকালে উঠে তাই আমার পোষ্যদের সঙ্গে সময় কাটাই। নিজের বন্ধুদের সঙ্গে দেখা করি।’
শোনা যাচ্ছে, বর্তমানে যা পারিশ্রমিক পান তা দিয়ে বিলাসবহুল জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। ‘মিশন মজনু’ ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রাশমিকাকে শেষ দেখা গিয়েছে। দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গে ‘পুষ্পা ২’-এর কাজে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
কিউটিভি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ১০:২৫