ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

যুক্তরাষ্ট্রে বিস্ফোরণে ধসে পড়ল চকলেট ফ্যাক্টরি, নিহত বেড়ে ৫

Ayesha Siddika | আপডেট: ২৫ মার্চ ২০২৩ - ১০:১২:৩৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার একটি চকলেট ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ছয় জন। শনিবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এর আগে শুক্রবার বিকেলে পেনসিলভেনিয়ার ওয়েস্ট রিডিংয়ে এ ঘটনা ঘটে।

সিএনএন জানায়, স্থানীয় সময় বিকাল ৫টার কিছু আগে বিস্ফোরণ হয়। এতে আরএম পামার কোম্পানির ফ্যাক্টরির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে প্রতিবেশী ভবনেরও। অপরদিকে এ ঘটনায় হাসপাতালে ভর্তি হয়েছে আটজন। তাদের মধ্যে দুজন সুস্থ আছেন। পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর এক রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা তাদের কাজ অব্যাহত রেখেছেন।

ওয়েস্ট রিডিংয়ের মেয়র সামান্থা কাগ বলেছেন, বিস্ফোরণে ফ্যাক্টরির একটি ভবন মাটির সাথে মিশে গেছে। ভবন থেকে তেমন কিছু উদ্ধার করা যায়নি। টিভি ফুটেজে ধ্বংসস্তূপে আগুন জ্বলতে ও অগ্নিনির্বাপক সদস্যদের আগুন নেভাতে দেখা গেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। আরএম পামার কোম্পানি ৭০ বছরের বেশি সময় ধরে চকলেট উৎপাদন করে আসছে। কারখানাটিতে প্রায় ৮৫০ জন ব্যক্তি কাজ করে বলে প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে উল্লেখ করেছে।

 

 

কিউটিভি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/রাত ১০:০৮

▎সর্বশেষ

ad