ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

আফগানিস্তানের সাবেক নারী এমপিকে গুলি করে হত্যা

uploader3 | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৩ - ০৮:৩৬:৫৭ পিএম

ডেস্কনিউজঃ আফগানিস্তানের সাবেক এক এমপি এবং তার বডিগার্ডকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির রাজধানী কাবুলে রোববার এই গুলির ঘটনা ঘটে। আফগান পুলিশ জানিয়েছে, নিহত ওই নারী এমপির নাম মুরসাল নাবিজাদা। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর যে অল্প কজন নারী এমপি দেশটিতে রয়ে গিয়েছিলেন তাদের একজন ৩২ বছরের মুরসাল।

বিবিসি জানিয়েছে, হামলায় তার ভাই এবং আরেক বডিগার্ড আহত হন। মুরসাল আফগানিস্তানে সাহসী নারী নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছিলেন। তার সহকর্মীরা তাকে ডাকতেন ‘ফিয়ারলেস চ্যাম্পিয়ন অব আফগানিস্তান’ নামে। সুযোগ থাকা সত্যেও তিনি নিজ দেশ ছেড়ে চলে যাননি। তালেবান ক্ষমতা দখল করার পর দেশটির সকল সরকারি পদ থেকে নারীদের সরিয়ে দিয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সাবেক আরেক নারী এমপি মরিয়ম সোলাইমানখিল টুইটারে লিখেন, মুরসাল ছিলেন একজন সত্যিকারের সংস্কারক। তিনি যা বিশ্বাস করতেন, শত বিপদের মধ্যেও তার পক্ষে দাঁড়িয়েছেন তিনি।

তাকে বারবার আফগানিস্তান ছাড়ার প্রস্তাব দেয়া হলেও তিনি দেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং জনগণের হয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন। পূর্বাঞ্চলীয় নানগারার প্রদেশের মেয়ে মুরসাল ২০১৯ সালে কাবুলের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সংসদীয় প্রতিরক্ষা কমিশনের সদস্য ছিলেন এবং বেসরকারি গোষ্ঠী মানব সম্পদ উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউটে কাজ করেছিলেন। তালেবান ক্ষমতা দখলের আগ পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য হান্না নিউম্যান এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আমি ব্যথিত, ক্ষুব্ধ। পুরো বিশ্বকে আমি এ খবর জানাতে চাই। তাকে হত্যা করা হয়েছে অন্ধকারে। কিন্তু তালেবান লিঙ্গ বৈষম্যের যে ব্যবস্থা গড়ে তুলেছে, সেটা তো সবার সামনেই তৈরি করেছে তারা।

আফগানিস্তানের সাবেক সরকারের কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ বলেছেন, নবীজাদার মৃত্যুতে তিনি শোকাহত। অপরাধীদের শাস্তি হবে, এটুকুই তার প্রত্যাশা। মুরসাল নবীজাদাকে ‘জনগণের প্রতিনিধি ও সত্যিকারের সেবক’ হিসাবে বর্ণনা করেন আবদুল্লাহ।

বিপুল/১৬.০১.২০২৩/ রাত ৮.৩২

▎সর্বশেষ

ad