ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বুদ্ধি দিয়ে বল করতে হবে: এবাদত

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৬:০৭:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকার প্রথম পর্ব শেষ হয়েছে। শুক্রবার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। মিরপুরের পিচ নিয়ে সবসময়ই সমালোচনা থাকলেও এবার দেখা গেছে ভিন্ন রূপ। সিলেট স্ট্রাইকার্স এক ম্যাচে দুইশ রান তুলেছে, তাড়া করা গেছে বড় রান। চট্টগ্রামের উইকেট এমনিতে বরাবরই ব্যাটিং সহায়ক। বোলারদের দিতে হয় কঠিন পরীক্ষা। এমন উইকেটে বুদ্ধি দিয়ে বল করার কথা বলছেন ফরচুন বরিশালের পেসার এবাদত হোসেন। তিনি মনে করেন, এমন উইকেটে খেললে বোলারদের স্কিলেও উন্নতি আসে।

বৃহস্পতিবার চট্টগ্রামে তিনি বলেছেন, ‘চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিং সহায়ক হয়, এটা আমরা সবাই জানি। পেস বোলারের স্কিল বাড়াতে হবে। বুদ্ধি দিয়ে বল করতে হবে। ভালো উইকেটে খেলা হলে যে পেস বোলারের স্কিল যত ভালো, সে সেখানে ততো ভালো বোলিং করবে। ’এবারের বিপিএলে ঢাকার উইকেটে রান উঠেছে। পরে প্রশংসা করেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসানের মতো তারকারা। একই কথা বলছেন এবাদত হোসেনও।

তিনি বলেছেন, ‘ঢাকা পর্বের প্রথম দিন রাজা (রেজাউর রহমান) ৪ উইকেট পেয়েছিল। সেদিন সবাই বলেছিল উইকেটটা ভালো হলেও রাজা ভালো করেছে। তারপর উইকেট আরও ভালো হয়েছে। আমাদের দল ১৯২ রানও করেছে। ঢাকার উইকেট এবার খুবই ভালো। চট্টগ্রাম তো বরাবরই ভালো। ’

‘তারপরও ম্যাচ শুরুর পর হয়তো ভালো বলা যাবে। ভালো উইকেটে যদি আমরা ভালো করতে পারি, তাহলে সামনের বিশ্বকাপে সেটা সাহায্য করবে। এমন উইকেটে ভালো করতে হলে আপনার স্কিল থাকতেই হবে। যদি ইয়র্কার করেন তাহলে সেটা একদম পারফেক্ট হতে হবে। যদি স্লোয়ার করেন, তাহলে সেটা অ্যাকুরেট হতে হবে। ’

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad