
বিনোদন ডেস্ক : ‘রেইড টু’ মূলত ২০১৮ সালে মুক্তি পাওয়া‘ রেইড’ সিনেমাটির সিক্যুয়েল। বক্স অফিসে ছবিটি বেশ ভালো সাড়া পেয়েছিল। আয় করেছিল ২০০ কোটি রুপিরও বেশি। সেই সাফল্যের হাত ধরেই এ ছবির সিক্যুয়েল মুক্তি পেতে চলেছে এ বছর। ‘রেইড’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন প্রযোজক কুমার মঙ্গত। গতবারের মতো এবারও ‘রেইড টু’ সিনেমাটি প্রযোজনা করবেন তিনি। নতুন সিনেমাটি পরিচালনার দায়িত্বে থাকবেন রাজকুমার গুপ্ত।
‘রেইড’ ছবিতে অজয় দেবগন ছাড়াও ইলিনা ডি ক্রুজ, সৌরভ শুক্লা প্রমুখকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল। সেই ছবিতে অজয় একজন আইআরএস অফিসার অময় পট্টনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটিতে দেখা যায়, অময়ের চরিত্রের অজয়কে লখনৌতে বদলি করা হয় ইনকাম ট্যাক্সের ডেপুটি কমিশনার হিসেবে। সেখানে তিনি তার স্ত্রী মালিনীকে নিয়ে সুখে-শান্তিতে থাকেন। মালিনীর চরিত্রে অভিনয় করেছিলেন ইলিনা ডি ক্রুজ।
সিনেমার কাহিনি এগিয়ে যায় এক পার্লামেন্ট সদস্যকে কেন্দ্র করে। সীতাগড়ের ডন সে সাংসদ বহু বছর ধরে ইনকাম ট্যাক্স জমা না দিয়ে কালো টাকার পাহাড় গড়ে তোলেন। তার বাড়ি রেইড করতে দেখা যায় অজয়কে।
তবে নতুন সিনেমাটিতে তার সহশিল্পী কে হচ্ছেন কিংবা কার বাড়ি তিনি রেইড করতে যাচ্ছেন–এ বিষয়ে আগে থেকেই কোনো তথ্য পাওয়া যায়নি। সে বিষয়ে জানতে হলে দর্শককে অপেক্ষা করতে নতুন সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আগ পর্যন্ত।
সূত্র: হিন্দুস্তান টাইমস
কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৪