
আন্তর্জাতিক ডেস্ক : চীনের গুয়াংজুতে এক চালক পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ায় পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। পুলিশ এ ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। অনেকেই চালকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পথচারীদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছেন।
অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পরপরই চালক গাড়ি থেকে নেমে টাকার নোট ছিটিয়ে দিচ্ছেন। পুলিশ ওই ২২ বছর বয়সী যুবককে আটক করে তদন্ত শুরু করেছে। প্রায় এক কোটি ৯০ লাখ বাসিন্দার দক্ষিণাঞ্চলীয় শহরটির ব্যস্ত এলাকায় বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সূত্র : বিবিসি
কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫০