মার্কিন ফার্স্টলেডির ত্বক থেকে ক্যান্সার আক্রান্ত কোষ অপসারণ

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৫:১২:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের ত্বক থেকে ক্যান্সারাক্রান্ত দুটি কোষ অপসারণ করা হয়েছে। ডাক্তাররা বুধবার ছোট্ট একটি অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে কোষগুলো অপসারণ করেন। হোয়াইট হাউসের চিকিৎসক এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

অস্ত্রোপচার শেষে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ডাক্তার কেভিন ও’কন্নর। দিন শেষে তিনি হোয়াইট হাউসেও ফিরে আসেন।

চিকিৎসকরা জিল বাইডেনের ডান চোখের পাশে একটি ছোট ক্ষত শনাক্ত করে তা ক্যান্সারাক্রান্ত কিনা পরীক্ষা করেন। ক্যান্সার চিহ্নিত হওয়ায় তা অপসারণ করা হয়।

এর আগে জিল বাইডেনের বুকের বাম পাশে ডাক্তাররা এ ধরনের আরেকটি ক্ষত শনাক্ত করেন। এটিও ক্যান্সারে রূপ নেওয়ায় ডাক্তাররা একই প্রক্রিয়ায় তা অপসারণ করেন।

উল্লেখ্য ৭১ বছর বয়স্ক জিল বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়স্ক ফার্স্ট লেডি। তার স্বামী জো বাইডেন (৮০) দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। 

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad