মুন্নারের তাপমাত্রা নামল শূন্য ডিগ্রির নীচে

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৫:০২:৪৪ পিএম

আন্তর্জাতিক ডেসক্ : ভারতের কেরালা রাজ্যের মুন্নারের তাপমাত্রা নেমেছিল শূন্য ডিগ্রি সেলসিয়াসের নীচে। চলতি বছর প্রথমবারের মতো ওই অঞ্চলের তাপমাত্রা জিরো লাইনে পৌঁছায়। স্থানীয়রা জানিয়েছে বুধবার মাঝরাত থেকে ভোর পর্যন্ত তারা তীব্র ঠাণ্ডা অনুভব করেছেন।

মুন্নারের কান্নিমালা, চেনদুওয়ারা , ছিতুওয়ারা, লক্ষ্মীসহ বেশকিছু এলাকায় শূন্য ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে মুন্নারের ঠাণ্ডা আবহাওয়া বেশ উপভোগ করছে পর্যটকরা। প্রতি বছর ডিসেম্বরেই মুন্নারের বিভিন্ন এলাকায় তাপমাত্রা মাইনাসে নামে। এবার বৃষ্টি হওয়ায় সেই সময়টা একটু পিছিয়ে এসেছে।

সূত্র: এনডিটিভি

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad