মেসির মর্ম বুঝলেন পিএসজি কোচ

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৪:৫৭:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে ছাড়া রীতিমতো হিমশিম খেয়েছে পিএসজি। মেসি ফেরার সেই সঙ্কট কেটেছে। ফিরেই দারুণ গোল করে দলকে জিতিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা।

পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরও মেসিকে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন। 

পিএসজি কোচ বলেছেন, ‘বিশ্বকাপ জিতে প্রথম ম্যাচ খেলতে নামার আগে দর্শকদের এই সংবর্ধনা মেসিকে আপ্লুত করেছে।’ ‘মেসি নিজেকে দারুণভাবে ধরে রেখেছে। বিশ্বকাপ জয়, এরপর আনন্দ-উদযাপনের আড়মোড়া ভেঙে দ্রুতই নিজেকে খেলার মতো অবস্থায় নিয়ে এসেছে। সে ফিরে অনেকগুলো অনুশীলন সেশন করেছে আমাদের সঙ্গে। ফিটনেস দুর্দান্তই মনে হয়েছে।’

মেসির গুরুত্ব সম্পর্কে পিএসজি কোচ বলেন, ‘মেসি গোল করতে পছন্দ করে। আর মেসির মতো একজন তারকার কাছ থেকে সব দলই গোল চাইবে। শারীরিক ও মানসিক দিক দিয়ে দারুণ চাঙা অবস্থায় আছে। তাঁর দ্রুতই মাঠে ফেরার দরকার ছিল, আর আমাদের জন্যও তাঁর মাঠে ফেরাটা গুরুত্বপূর্ণ ছিল। মেসির থাকা আর না থাকার মধ্যে পার্থক্য আছে।’

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৭

▎সর্বশেষ

ad