দুই ভারতীয় সিরাপ ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০১:৪১:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা উজবেকিস্তানে ব্যবহার করা দুটি ভারতীয় কাশির সিরাপ ব্যবহারে হুঁশিয়ারি দিয়েছে। ওই সিরাপ ব্যবহারের করে কয়েকটি শিশুর মৃত্যুর খবর পাওয়া যাওয়ার পর এই হুঁশিয়ারি দেওয়া হল। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ম্যারিনো বায়োটেকের তৈরি করা ওই সিরাপের মান নীচু মানের এবং তারা নিরাপত্তার নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে।

উজবেকিস্তানের অভিযোগ, ভারতীয় ওই কোম্পানির ওষুধ সেবন করায় দেশটির ১৮ শিশু মারা গেছে। যদিও এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারতীয় কোম্পানিটি।

এই ঘটনায় ম্যারিনো বায়োটেকের ওষুধ উৎপাদন আপাতত বন্ধ করেছে ভারত সরকার। কোম্পানিটির নিবন্ধনও বাতিল করা হয়েছে।

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৪১

▎সর্বশেষ

ad