অল্প বয়সেই সাফল্য পেয়েছেন নাওমি। সেরেনা উইলিয়ামসের মতো তারকাকে হারিয়ে পদক জিতেছেন। মোট চারবার গ্রান্ড স্লাম সিঙ্গেল চ্যাম্পিয়ন হয়েছেন। নারী টেনিস তারকাদের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। নাওমি তার টুইটার বার্তার শেষে লিখেছেন, ‘জীবনে চলার জন্য কোনো পারফেক্ট পথ নেই। তবে লক্ষ্য সৎ থাকলে ঠিক পথটা অবশ্যই পাওয়া যায়’।

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। টুইটারে নাওমি এ ঘোষণা দিয়েছেন। কয়েকমাস ধরেই খেলা থেকে দূরে ছিলেন নাওমি। টুইটারে নাওমি লিখেছেন, ‘মাঠে ফিরতে তর সইছে না। কিন্তু ২০২৩ সালের জন্য এটাই জীবনের কিছু অংশের আপডেট’।
কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৯