রোনালদোর চুক্তিপত্রে সৌদির বিশ্বকাপ দূত হওয়ার কোনো শর্ত নেই

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ১০:৫৪:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক : বিপুল অর্থের বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। কেনো পর্তুগিজ ফরোয়ার্ডকে দলে ভেড়াল আল নাসর;তার কারণ খুঁজছেন অনেকেই। কেউ বলছেন, সৌদি আরবের সঙ্গে এশিয়ার ফুটবলের উন্নতি ঘটাতে আবার কেউ বলছেন ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে যেতেই তাকে দলে টানা হয়েছে। ২০৩০ বিশ্বকাপ আয়োজনে বিড করবে সৌদি আরব। এ ক্ষেত্রে সৌদির দূত হিসেবেও রোনালদোকে কাজে লাগাবে দেশটি; এমন কথাও বলছেন অনেকে।

এমন গুঞ্জন রটার পর আল নাসর নিজেদের অবস্থান পরিস্কার করেছে। এই গুঞ্জন উড়িয়ে দিয়ে আল নাসর জানিয়েছে, চুক্তিপত্রে রোনালদোর দূত হওয়ার কোনো শর্ত নেই। টুইটারে ক্লাবটি লিখেছে, ‘বিভিন্ন সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে আল নাসর এফসি পরিষ্কার করতে চায় যে, ক্রিস্তিয়ানো রোনালদোর চুক্তিতে সৌদি আরবের বিশ্বকাপ স্বত্ব পাওয়ার জন্য কাজ করার কোনো শর্ত অন্তর্ভুক্ত নেই। তার মূল কাজ আল নাসরকে ঘিরে। একই সঙ্গে সতীর্থদের সঙ্গে কাজ করে ক্লাবকে সাফল্য পেতে সাহায্য করা।’

 

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad