উদ্ধার হওয়া নথিতে কী ছিল জানা নেই, বললেন বাইডেন

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৮:২৪:১৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাইস প্রেসিডেন্ট থাকার সময় ব্যবহূত দপ্তর থেকে সরকারি নথিপত্র উদ্ধারের ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন। গত মঙ্গলবার তিনি বলেছেন, নথিগুলো কী বিষয়ে তা তিনি জানেন না। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে এক শীর্ষ বৈঠকের পর জো বাইডেন সাংবাদিকদের বলেন, ‘লোকজন জানে, আমি গোপন নথিপত্র, গোপন তথ্য খুবই গুরুত্ব দিয়ে দেখি। আমার ওই দপ্তর থেকে সরকারি নথি পাওয়া গেছে জেনে আমি বিষ্মিত। তবে ওইসব নথিতে কী আছে তা আমি জানি না।’ 

বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট থাকাকালে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। তখন তিনি ওয়াশিংটন ডিসির একটি গবেষণা প্রতিষ্ঠানের একাংশ নিজের কার্যালয় হিসেবে ব্যবহার করেছিলেন। সরকারি নথিগুলো সেখানেই পাওয়া গিয়েছে। বাইডেনের বিশেষ আইনজীবী রিচার্ড সউবার সোমবার বলেছেন, অফিসটি খালি করার সময় গত নভেম্বরে বাইডেনের আইনজীবীরা নথিগুলো পান। এগুলো জাতীয় সংগ্রহশালায় জমা দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ বিষয়ে তদন্ত করছে এবং নথিগুলো পর্যালোচনা করছে। বিষয়টির দ্রুতই মীমাংসা হবে বলে আশা করছেন প্রেসিডেন্ট বাইডেন। গত বছরের আগস্টে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বাসভবন থেকে বেশ কিছু গোপন নথি উদ্ধার করা হয়। ২০২০ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর তিনি হোয়াইট হাউজ থেকে নথিগুলো সরিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

সূত্র: এনডিটিভি

 

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/রাত ৮:২১

▎সর্বশেষ

ad