পর্তুগিজ ক্লাব বেনফিকায় ক্লাব ক্যারিয়ার শুরু ২৩ বছর বয়সী ফেলিক্সের। ২০১৯ সালে যোগ দেন স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে। চেলসিতে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত ফেলিক্স। ইংলিশ ক্লাবটিকে এনে দিতে চান সাফল্য, ‘চেলসির বিশ্বের সেরা দলগুলোর একটি এবং আমি আশা করি, দলটির লক্ষ্য পূরণে সাহায্য করতে পারব। এখানে আসতে পেরে আমি খুব খুশি এবং স্ট্যামফোর্ড ব্রিজের দলটির হয়ে খেলতে উন্মুখ হয়ে আছি।’
স্পোর্টস ডেস্ক : অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ধারে চেলসিতে নাম লেখালেন পর্তুগিজ স্ট্রাইকার জোয়াও ফেলিক্স। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে চেলসি। বাজে সময় পার করা চেলসি এই পর্তুগিজকে দলে ভিড়িয়ে ভালো কিছু প্রত্যাশা করছে। প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দশম অবস্থানে চেলসি। শেষ পাঁচ ম্যাচে জিতেছে মাত্র একটিতে।
স্প্যানিশ ক্লাবটির হয়ে ১৩১ ম্যাচে করেছেন ৩৪ গোল। নামের পাশে আছে ১৮টি অ্যাসিস্ট। পর্তুগালের হয়ে খেলেছেন কাতার বিশ্বকাপ। করেছেন একটি গোল। এই মৌসুমে অ্যাতলেতিকোর হয়ে ২০ ম্যাচে করেছেন ৫ গোল, অ্যাসিস্ট ৩টি।
কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/রাত ৮:০৮