ফারাহর সঙ্গে তার একার ছবি ছিল না বলেই কি স্ত্রীর সঙ্গে ছবি দিলেন শোয়েব? পুরোনো হোক বা নতুন, শোয়েব বা সানিয়ার প্রতিটি ইনস্টাগ্রাম পোস্টই এখন জল্পনার বিষয়। এই ছবিটিও তার ব্যতিক্রম নয়। এক ভক্ত ওই ছবির নিচে লিখেছেন, ‘আপনাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে দেখে ভালো লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘কেন আপনাদের বিচ্ছেদ নিয়ে এত জল্পনা, দয়া করে তাড়াতাড়ি সত্যি খবরটা জানান।’

স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রীড়া জগতে ‘মোস্ট আইকনিক’ দম্পতি শোয়েব মালিক ও সানিয়া মির্জা। শোয়েব পাকিস্তানের অন্যতম সেরা ক্রিকেটার। অন্যদিকে সানিয়া ভারতীয় টেনিসের সবচেয়ে বড় নাম। তবে বেশ কিছুদিন ধরেই এই জুটির বিচ্ছেদের গুঞ্জন চলছে। যদিও প্রকাশ্যে শোয়েব বা সানিয়ার কেউ এ বিষয়ে কিছু বলছেন না। ফলে তাদের জুটি নিয়ে জল্পনার শেষ নেই। আর এর মধ্যেই নতুন ছবি পোস্ট করে জল্পনা আরও বাড়িয়ে দিলেন শোয়েব।
গত ৯ জানুয়ারি ছিল বলিউডের পরিচালক এবং কোরিয়াগ্রাফার ফারাহ খানের জন্মদিন। ইনস্টাগ্রামে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব। তবে ফারাহর সঙ্গে শোয়েব একা নন, দেখা যাচ্ছে সানিয়াকেও। শোয়েব এখন বিপিএল খেলতে বাংলাদেশে। ছবিটি কবে, কোথায় তোলা তা অবশ্য বলা নেই। তবে ছবিতে শোয়েবের গালে দাড়ি নেই, যা দেখে ভক্তরা মনে করছেন, সেটি বেশ পুরোনো।
কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৪