হ্যারি তার মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বলেন, তিনি সাবেক সেনাদের আত্মহত্যার হার কমাতেই এ ধরনের কথা বলেছিলেন।স্পেয়ারে হ্যারি লিখেছেন, আফগানিস্তানে দায়িত্ব পালনকালে তিনি মোট ২৫ জন তালেবান যোদ্ধাকে হত্যা করেছেন। হ্যারি বলেন, তিনি তখন তাদের দাবার ছকের ঘুঁটি হিসেবে দেখেছিলেন। তারা ছিল মন্দ লোক। আর ভালো লোকদের ক্ষতি করার আগেই তাদের তিনি সরিয়ে দিয়েছিলেন।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি বলেছেন, আফগানিস্তানে দায়িত্ব পালনের সময় ২৫ তালেবান যোদ্ধাকে হত্যা করা নিয়ে তিনি তার বইতে গর্ব করেছেন এমন দাবি একটি ‘বিপজ্জনক মিথ্যা’।স্পেয়ার নামে সদ্যঃপ্রকাশিত বইতে মানুষ হত্যা নিয়ে আলোচনা করার জন্য ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ছেলে সমালোচিত হয়েছেন। কয়েকজন সামরিক ব্যক্তিত্ব বলেছেন, নিহতদের ‘দাবার ঘুঁটি’ হিসেবে উল্লেখ করা তার ভুল হয়েছে। কিন্তু টিভি চ্যানেলে কথা বলার সময় হ্যারি মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন, তার কথাগুলোকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তিনি আরো বলেন, এই রং চড়ানোটা তার পরিবারের জন্য ঝুঁকির সৃষ্টি করেছে।
বইটির প্রচারের জন্য মার্কিন কমেডিয়ান স্টিফেন কোলবার্টের ‘দ্য লেট শো’তে কথা বলেন হ্যারি। এর সংক্ষিপ্ত বিজ্ঞাপনে দেখা যায়, হ্যারি বলেন, গত কয়েক দিন তার জন্য কঠিন সময় ছিল। তিনি বলেন, ‘বইয়ে বলা ঘটনাগুলো আগেই ফাঁসের বিষয়ে কিছু করতে না পেরে আমার গত কয়েকটা দিন ছিল কষ্টদায়ক এবং চ্যালেঞ্জিং।’
হ্যারি বইটির ব্যাপারে পত্রিকায় প্রকাশিত কিছু খবরের নিন্দা করেন। তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই যে আমি আফগানিস্তানে লোকজন হত্যা করা নিয়ে গর্ব করেছি- এটাই সবচেয়ে বিপজ্জনক মিথ্যা। যদি আমি কাউকে এ ধরনের বিষয়ে গর্ব করতে শুনতাম, তাহলে আমি বরং রাগ করতাম। যেটা লেখা হয়েছে তা মিথ্যা। হ্যারি বলেন, এখন বইটি বাজারে বের হওয়ায় সবাই বুঝবে তিনি কোন প্রসঙ্গে কী বলেছিলেন। সূত্র : বিবিসি
কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৪