ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

২১ হাজার চেচেন যোদ্ধা ইউক্রেনের বিশেষ অভিযানে অংশ নিয়েছেন: কাদিরভ

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৪:০৫:৩৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : চেচেন নেতা রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনে শুরু হওয়া রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে ২১ হাজারেরও বেশি চেচেন যোদ্ধা অংশ নিয়েছেন। মঙ্গলবার এক টেলিগ্রাম চ্যানেলে তিনি এ তথ্য দেন। খবর তাস নিউজের। তিনি বলেন, আমি চেচনিয়া প্রজাতন্ত্রের অপারেটিভ সদর দপ্তরের একটি বৈঠকে, সামরিক ও নিরাপত্তাপ্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যেখানে আমাদের মনোযোগ দেওয়ার প্রয়োজন। 

চেচেন নেতা বলেন, আমি চেচেন পার্লামেন্টের স্পিকার ম্যাগোমেদ দাউদভের রিপোর্টও শুনেছি, যিনি বিশেষ অভিযানের চেচনিয়া প্রজাতন্ত্রের অপারেটিভ হেডকোয়ার্টার প্রধানও। তিনি আরও বলেন, এটি শুরু হওয়ার পর থেকে ২১ হাজারেরও বেশি চেচেন যোদ্ধা এই বিশেষ অভিযানে অংশ নিয়েছেন। এ মুহূর্তে ৯ হাজারেরও বেশি সেনা ফ্রন্টলাইনে রয়েছে। তাদের প্রত্যেকের কাছে তাদের প্রয়োজনীয় সব সরঞ্জাম ও অস্ত্র রয়েছে।

তার কথায়, বিশেষ অভিযানের প্রথম দিন থেকেই চেচেন প্রজাতন্ত্র ‘ন্যাটো এবং বান্দেরার আক্রমণকারীদের বিরুদ্ধে রাশিয়ার বিজয়ে একটি গুরুত্বপূর্ণ অবদান’ রেখে আসছে। প্রজাতন্ত্রের প্রধান যোগ করেছেন যে, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়টি তার বিশেষ নিয়ন্ত্রণে ছিল এবং তিনি যুদ্ধক্ষেত্রে চেচেন সামরিক কমান্ডারদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ বজায় রেখেছিলেন, যাতে উদ্ভূত সব সমস্যা সময়মতো সমাধান করা যায়।  

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৩

▎সর্বশেষ

ad