
স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে শিরোপা জেতা আর্জেন্টিনা দলকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে লিওনেল মেসিদের আমন্ত্রণ জানিয়ে সে দেশের ফুটবল অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে তারা। সবকিছু ঠিক মতো এগোলে দ্বিতীয়বারের মতো ঢাকায় আসবেন মেসিরা। কিন্তু মেসিরা এবার এলে খেলবেন কোথায়, এই প্রশ্ন থেকেই যায়। কারণ, দেশের ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর এই মাঠেই নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।
২০১৯ সালের আগস্টে শুরু হয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজ। যা এখনো চলমান। তবে আগামী জুনে এই স্টেডিয়াম খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে বলে আশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে মঙ্গলবার জাতীয় পুরুষ হ্যান্ডবলের ফাইনাল দেখতে এসেছিলেন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘আসলে সব কাজের পেছনে রয়েছে আর্থিক বিষয়টি।
চেষ্টা করছি অর্থ মন্ত্রণালয় থেকে এই সমস্যা সমাধানের। জুনের আগে আমরা তাদের (বাফুফে) সবকিছু বুঝিয়ে দেব, যাতে মাঠে খেলা শুরু হতে পারে।’ মন্ত্রী যোগ করেন, ‘২০১১ সালে আর্জেন্টিনাকে যেভাবে স্বাগত জানিয়েছিলাম, মাঠ ও অন্য সব মিলিয়ে যে ধরনের সুযোগ-সুবিধা দিয়েছিলাম, আশা করি এবার তার চেয়ে আরও উন্নত সুবিধা নিয়ে আর্জেন্টিনা দলকে স্বাগত জানাতে পারব।’
কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫০