পারমাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো ইন্টার

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ১০:৩৩:৪৪ এএম

স্পোর্টস ডেস্ক : কোপা ইতালিয়ায় পারমাকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শিরোপা প্রত্যাশি ইন্টার মিলান।

জিওসেপ মেজায় ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। মাঝমাঠ দখলে রেখে গোলের সুযোগ তৈরি করে দু’দলই।

তবে ইন্টার সুযোগ নষ্ট করলেও কাজে লাগিয়েছে পারমা। ৩৮ মিনিটে দলকে এগিয়ে দেন স্ট্যানকো জুরিচ। 

পিছিয়ে পরে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। অবশেষে  ৮৮ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লওতারো মার্টিনেসের গোলে সমতায় ফেরে তারা। 

নির্ধারিত সময় ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। 

গতির ধারা ধরে রেখে ১১০ মিনিটে ইন্টারের হয়ে জয়সূচক গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার ফ্রান্সেসকো অ্যাসারবি।

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/সকাল ১০:৩৩

▎সর্বশেষ

ad