
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দলের অন্তর্বর্তী নির্বাচক শহীদ আফ্রিদি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘টি-টোয়েন্টির মতো সংক্ষিপ্ত ফরম্যাটে স্ট্রাইকরেট খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে যাদের স্ট্রাইকরেট ১৩৫-এর বেশি (প্রতি ১০০ বলে ১৩৫ রান) থাকবে না, তারা দলে নির্বাচিত হবেন না।’
পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের স্ট্রাইকরেট ১২৭, রিজওয়ানের ১২৬। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি বাবর-রিজওয়ানকেও বাদ দেবেন আফ্রিদি? শুধু আলোচনাতেই সীমাবদ্ধ নেই এই ইস্যু। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। আফ্রিদিকে নিয়ে তো মজা করছেনই নেটিজেনরা, বাবর-রিজওয়ান বাদ যাচ্ছেন না তো।
আফ্রিদির মন্তব্যের জেরে একজন ব্যবহারকারী লিখেছেন- ‘বাবর ও রিজওয়ান অবসর নিতে পারেন।’ আরেক ব্যবহারকারী লিখেছেন- ‘তাহলে বাবরের কী হবে?’ আরেকজন প্রশ্ন করেছেন, ‘তিনি কি বাবর ও রিজওয়ানকে বাদ দিতে চান?’অনেকে আবার বাবর-রিজওয়ানের পক্ষ নিয়ে তাদের ঘরোয়া রেকর্ড শেয়ার করেছেন। এই দুই ক্রিকেটারের ভক্তদের দাবি, আফ্রিদি বলেছেন ঘরোয়া ক্রিকেটের কথা। গোটা ক্যারিয়ারের কথা বলেননি। আর ঘরোয়া ক্রিকেটে বাবর ও রিজওয়ানের স্ট্রাইকরেট ১৩৫-এর অনেক বেশি। সেই হিসাবে এ কথা নিয়ে ট্রল করার কোনো যুক্তি নেই।
কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৫