ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বাবর-রিজওয়ানকেও বাদ দেবেন আফ্রিদি?

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৬:৩৭:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান দলের অন্তর্বর্তী নির্বাচক শহীদ আফ্রিদি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘টি-টোয়েন্টির মতো সংক্ষিপ্ত ফরম্যাটে স্ট্রাইকরেট খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে যাদের স্ট্রাইকরেট ১৩৫-এর বেশি (প্রতি ১০০ বলে ১৩৫ রান) থাকবে না, তারা দলে নির্বাচিত হবেন না।’ 

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের স্ট্রাইকরেট ১২৭, রিজওয়ানের ১২৬। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি বাবর-রিজওয়ানকেও বাদ দেবেন আফ্রিদি? শুধু আলোচনাতেই সীমাবদ্ধ নেই এই ইস্যু। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। আফ্রিদিকে নিয়ে তো মজা করছেনই নেটিজেনরা, বাবর-রিজওয়ান বাদ যাচ্ছেন না তো।

আফ্রিদির মন্তব্যের জেরে একজন ব্যবহারকারী লিখেছেন- ‘বাবর ও রিজওয়ান অবসর নিতে পারেন।’ আরেক ব্যবহারকারী লিখেছেন- ‘তাহলে বাবরের কী হবে?’ আরেকজন প্রশ্ন করেছেন, ‘তিনি কি বাবর ও রিজওয়ানকে বাদ দিতে চান?’অনেকে আবার বাবর-রিজওয়ানের পক্ষ নিয়ে তাদের ঘরোয়া রেকর্ড শেয়ার করেছেন। এই দুই ক্রিকেটারের ভক্তদের দাবি, আফ্রিদি বলেছেন ঘরোয়া ক্রিকেটের কথা। গোটা ক্যারিয়ারের কথা বলেননি। আর ঘরোয়া ক্রিকেটে বাবর ও রিজওয়ানের স্ট্রাইকরেট ১৩৫-এর অনেক বেশি। সেই হিসাবে এ কথা নিয়ে ট্রল করার কোনো যুক্তি নেই।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩৫

▎সর্বশেষ

ad