ইউক্রেনে নিহত সেনাদের পরিবারকে ৫০ লাখ রুবল সহায়তা ঘোষণা পুতিনের

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৬:১৯:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে অর্থ সহায়তায় একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডিক্রি অনুযায়ী (সরকারি আদেশ) ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাদের পরিবারকে ৫০ লাখ রুবল (৮১ হাজার ৫০০ ডলার) দেওয়া হবে। আহত সেনাদের দেওয়া হবে ৩০ লাখ রুবল।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর দিন থেকে এ পর্যন্ত যুদ্ধে হতাহতদের ক্ষেত্রে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে। এদিকে গত সোমবার ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়, দোনেতস্কের মাকিভকা অঞ্চলে একটি রুশ সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় চার শতাধিক রুশ সেনা নিহত হয়েছেন। ইউক্রেন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় রুশ সেনাদের নিহত হওয়ার ঘটনায় রাশিয়ায় ক্ষোভ ছড়িয়েছে। এ ঘটনার জন্য দায়ী রুশ জেনারেলদের শাস্তি দাবি করেছেন কয়েকজন আইনপ্রণেতা ও রুশ জাতীয়তাবাদী। সূত্র: আনাদোলু

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৫

▎সর্বশেষ

ad