রেকর্ড গড়ল ‘প্রজাপতি’

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০১:৩৩:১১ পিএম

বিনোদন ডেস্ক : ভারতের প্রতিটি রাজ্যেই এখন উড়ছে  ‘প্রজাপতি’। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য যেমন মুম্বাই, দিল্লি, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও ‘প্রজাপতি’ সিনেমা হাউসফুল। সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে সিনেমার এমন সাফল্য জানিয়েছেন অভিনেতা প্রযোজক দেব, প্রযোজক অতনু রায় চৌধুরী ও পরিচালক অভিজিৎ সেন।

মুক্তিপ্রাপ্ত সিনেমাটি  বাবা-ছেলের এক ভিন্ন গল্প তুলে ধরেছে। এ সিনেমার মধ্য দিয়ে ৪৬ বছর পর মৃগয়া জুটি ফিরেছে রুপালি পর্দায়। সেই সঙ্গে মিঠুন চক্রবর্তী ও মমতা শঙ্কর জুটিকেও একসঙ্গে দেখতে পেয়েছে দর্শকরা।

ছবিটির প্রযোজক দেব ও অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেন এই ত্রয়ী জুটির সাফল্য এবারই প্রথমবার নয়। ‘প্রজাপতি’ সিনেমার আগে ‘টনিক’ সিনেমা দিয়েও ভারত ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাজিমাত করেছিলেন তারা।

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩২

▎সর্বশেষ

ad