
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : সারাদেশের ন্যায় নরসিংদীতেও বই বিতরণ উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার আমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রহিজ মিঠু । পরে তিনি আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া, চাঁনগাও, এবং বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন। প্রথম দিন জেলার প্রাথমিক ও মাধ্যমিকে মোট ৩৪ লাখ ১১ হাজার ৬০২টি বই বিতরণ করা হয়েছে।
পৌঁছার পর বিতরণ করা হবে বাকী ১৫ লাখ ১৮ হাজার ৪০৩টি বই। বছরের প্রথম দিন বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর জেলায় মাধ্যমিকে ৩৫ লাখ ৫৬ হাজার ২ শত ৩৫ বই এর চাহিদার বিপরীতে ২৫ লাখ ৮১ হাজার ৯৫০টি বই পাওয়া গেছে। এছাড়া প্রাথমিকে ১৩ লাখ ৭৩ হাজার ৭৭০ হাজার বই এর চাহিদার বিপরীতে পাওয়া গেছে ৮ লাখ ২৯ হাজার ৬৫২ টি বই। দ্রুত পাওয়া যাবে বাকী বই। বই বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সহসভাপতি আবদুল মজিদ,সাধারণ সম্পাদক আবদুল হাই, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম রাসেল, কিরন প্রধান, শাহীন, আজিজুর রহমান, প্রমুখ ।
কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সকাল ১১:১৬





