ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

মীরজাদী সেব্রিনা সুস্থ, দেশে ফিরছেন আজ

Ayesha Siddika | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ - ১২:১৫:৩৮ পিএম

ডেস্ক নিউজ : সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দেশে ফিরছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মীরজাদী সেব্রিনা। বুধবার (২৮ ডিসেম্বর) মীরজাদী সেব্রিনার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এ কথা জানানো হয়। আগস্ট মাসের শুরুতে গুরুতর অসুস্থ হলে মীরজাদী সেব্রিনাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ওই হাসপাতালে তাকে দীর্ঘদিন ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

মীরজাদী সেব্রিনার পরিবারের পক্ষ থেকে বলা হয়, তিনি সুস্থ হয়েই দেশে ফিরছেন। দেশে ফিরেই তিনি কাজে যোগ দেবেন না, কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তিনি কর্মস্থলে কাজে যোগ দেবেন। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে না হলেও দ্বিতীয় সপ্তাহে তিনি কাজ শুরু করবেন।

মীরজাদী সেব্রিনা একজন রোগতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্ব পালনের আগে তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ছিলেন। ২০২০ সালের ১৩ আগস্ট তাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের বর্ধিত চাকরির মেয়াদও শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক কে হতে যাচ্ছেন, তা নিয়ে চলছে জোর আলোচনা।

 

 

কিউটিভি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৫

▎সর্বশেষ

ad