ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

মেসি-এমবাপ্পে কি আর একই ক্লাবে খেলছেন না?

Ayesha Siddika | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ - ০৪:০২:২৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের পর লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক নাকি তলানিতে গিয়ে ঠেকেছে। আগামী দিনে তারা দুজন পিএসজিতে একসঙ্গে নাও খেলতে পারেন— এমনটিই জল্পনা তৈরি হয়েছে। তবে সেই জল্পনাকে উড়িয়ে দিলেন পিএসজি কোচ ক্রিস্টোফ গালটিয়ে। তিনি জানান, তার দলে কোনো সমস্যা নেই। গোটা পরিস্থিতির জন্য গালটিয়ে দায়ী করেছেন আর্জেন্টিনার বিতর্কিত গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসকে। 

কোচ জানান, বিশ্বকাপ শেষে এমবাপ্পে ক্লাবের অনুশীলনে যোগ দিলেও এখনো আর্জেন্টিনাতেই রয়েছেন মেসি। বড়দিন এবং নতুন বছরের ছুটি কাটিয়ে তিনি ৩ জানুয়ারি প্যারিসে যাবেন। জানা গেছে, বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনায় ফিরে বিজয় উৎসবে মার্তিনেস নানাভাবে এমবাপ্পেকে নিয়ে বিদ্রূপ করেন। একটি পুতুলের মুখে এমবাপ্পের ছবি লাগিয়ে রসিকতা করেন তিনি। সে সময় মেসি তার পাশেই ছিলেন। অথচ তিনি মার্তিনেসকে বাধা দেননি বলে অভিযোগ। তা থেকেই মনে করা হচ্ছিল মেসির সমর্থন রয়েছে মার্তিনেসের ওই কাজে। আর তাতেই জল্পনা তৈরি হয় ভবিষ্যতে পিএসজিতে এমবাপ্পে-মেসির পাশাপাশি খেলা নিয়েও।

গালটিয়ে বলেন, আমার দুই ফুটবলারের মধ্যে সম্পর্ক ঠিকই আছে। আমি ওদের বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখব। বিশ্বকাপ ফাইনালের পর যা দেখেছি, তাতে কখনই মনে হয়নি মেসি কাউকে বিদ্রূপ করার চেষ্টা করেছেন। তবে এ রকম মনে হওয়ার কারণ একজনের ব্যবহারে, সে হলো আর্জেন্টিনার গোলরক্ষক। তিনি বলেন, আমার কাছে খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। এমবাপ্পে হেরে গেলেও দারুণ খেলেছে ফাইনালে। এ রকম একটা ম্যাচে হারলে হতাশ তো হবেই। তাও খেলার শেষে ও মেসিকে অভিনন্দন জানিয়েছিল। মেসির আচরণও ছিল সহজ।

 

 

কিউটিভি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad