
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান খাঁন। অনুষ্ঠানের উদ্বোধন করেন (ইউএফজিডব্লিউ) এর সভাপতি ও জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক শ্রমিক নেতা মোঃ কাউসার আহমেদ পলাশ। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন। রিপোর্টের উপর আলোচনা করেন অন্তর্ভূক্ত বেসিক ইউনিয়ন ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।ধন্যবাদ জ্ঞ্যাপন ও শোক প্রস্তাব পেশ করেন ইউএফজিডব্লিউ এর যুগ্ম সম্পাদক শেহেলী আফরোজ লাভলী। প্রধান অতিথি বলেন,গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যের পাশাপাশি শিল্পকে টিকিয়ে রাখার দ্বায়িত্ব পালন করার জন্য শ্রমিক নেতা ও শ্রমিকদের প্রতি আহবান রইল। মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারন করে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে উন্নয়নের রূপকার জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যাজননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সাথে সাথে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর সকল নেতাকর্মীদের সততা ও দক্ষতার সাথে শিল্প ও শ্রমিকদের পাশে দাড়ানোর আহবান রইল। এছাড়াও তিনি ভবিষ্যতেও শ্রমিকদের মজুরী বৃদ্ধিসহ সকল দুঃখ কস্টে শ্রমিকদের পাশে থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি কাউসার আহমেদ পলাশ শ্রমিকদের ন্যায়সংগত দাবী আদায় ও অধিকার প্রতিষ্ঠার লড়াইকে তীব্রতর করার জন্য সংগঠনকে আরও শক্তিশালী করে গড়ে তোলার আহবান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামসুন নাহার ভূইয়া এম.পি, এবং শ্রম ও কর্ম সংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মোঃ রাসেদুর আলম রাজু, আইবিসির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহম্মেদ রতন, আইবিসি নেতা জেড এম কামরুল আনাম, মোঃ আমিনুল হক আমিন, মোঃ রুহুল আমিন, মোঃ তৌহিদুর রহমান, মোঃ সালাউদ্দিন স্বপন, মোঃ বাবুল আক্তার, গার্মেন্টস সমন্বয় পরিষদের নেতা মোঃ আবুল হোসাইন, লিমা ফেরদৌস, মোঃ মোকলেস মাস্টার, সুলতানা বেগম, মোঃ সরোয়ার হোসেন প্রমূখ। এছাড়াও ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ ইমন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ সম্মেলনে কাউসার আহমেদ পলাশকে সভাপতি, মোঃ জাহাঙ্গীর আলমকে কার্যকরী সভাপতি, মোঃ নুরুল ইসলামকে সাধারণ সম্পাদক, সাহাদাত হোসেন সেন্টুকে অর্থ সম্পাদক করে ইউএফজিডব্লিউ এর ৩০সদস্যের কার্যকরী কমিটি নির্বাচন করা হয়। নব নির্বাচিত কমিটির নাম পরিচয় করে দেন নির্বাচন সাব কমিটির চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম। নব নির্বাচিত কমিটিকে সম্মেলনে উপস্থিত সকলে অভিনন্দন জানিয়ে বরন করেন।
কিউটিভি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:১২