ডেস্ক নিউজ : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বোমা পাওয়া গেছে, সুতরাং সেখানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তল্লাশি করা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, যে অফিসে তাজা বোমা পাওয়া গেছে, সে অফিসে তন্ন তন্ন করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তল্লাশি করবে, এটা খুবই স্বাভাবিক। বোমার সঙ্গে সেখানে গ্রেনেড বা অন্য কোনো মারণাস্ত্র আছে কি না, তা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেখতেই হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে ‘বঙ্গবন্ধুর তিন প্রজন্মের রাজনীতি’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের স্কাল্পচারের (ভাস্কর্য) আয়না ভাঙা দেখিয়ে বলছে যেভাবে তছনছ করে…, তো জিয়াউর রহমানের স্কাল্পচারের যে ফাউন্ডেশন সেটার পেছনে কোনো কিছু লুকিয়ে রেখেছে কি না সেটা দেখতে হলে তো আয়না ভাঙতেই হবে। এ ছাড়া তো কোনো উপায় নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তদন্তের স্বার্থে সেখানে তল্লাশি চালিয়েছে।
১০ ডিসেম্বর বিএনপি ফ্লপ করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের দিন বিএনপির গণমিছিলের ডাক দেওয়া দূরভিসন্ধিমূলক। তবে তাদের ডাকে জনগণ সাড়া দেবে না।
কিউটিভি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০