ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

কোহলির দুর্দান্ত ক্যাচে ফিরলেন সাকিব

Ayesha Siddika | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ০৬:০৯:৪০ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়াশিংটন সুন্দরের বলে দারুণ এক ক্যাচ নিয়ে সাকিব আল হাসানকে সাজঘরে ফেরান বিরাট কোহলি।

এক্সট্রা কাভারের উপর দিয়ে ড্রাইভ করেছিলেন সাকিব। মাঝ পথে লাফিয়ে এক হাতে ক্যাচ লুফে নিয়ে সাকিবকে ফেরান কোহলি। ৩৮ বলে তিন চারে ২৯ রান করে আউট হন সাকিব। তার বিদায়ের মধ্য দিয়ে ২৩.৩ ওভারে ৯৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সাকিবের আগে দারুণ খেলেও ৪১ রানে ফেরেন লিটন কুমার দাস। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে যাচ্ছিলেন লিটন। ওয়াশিংটনের শিকারে পরিনত হওয়ার আগে ৬৩ বলে তিন চার আর এক ছক্কায় ৪১ রান করেন তামিমের অবর্তমানে অধিকায়কত্ব করা লিটন।

ভারতের বিপক্ষে ১৮৭ রানের টার্গেট তাড়ায় ইনিংসের প্রথম বলেই আউট হন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৯.১ ওভারে মাত্র ২৯ রানে ফেরেন এনামুল হক বিজয়। 

তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে ছিলেন না এনামুল হক বিজয়। আগের ওভারে বেঁচে গিয়েছিলেন রিভিউ নিয়ে। পরের ওভারে আর বাঁচলেন না তিনি।

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের সাদামাটা এক ডেলিভারিতে শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ তুলে দিয়ে ফেরেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। তার আগে ২৯ বল মোকাবেলা করে ১৪ রান করার সুযোগ পান বিজয়।

তিন ম্যাচের ওয়ানডে আর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে এসেছে ভারত।  

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসানের স্পিন আর পেসার এবাদত হোসেনের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত।

সময়ের ব্যবধানে একের পর এক উইকেট পতনের কারণে বড় কোনো জুটি গড়ে ওঠেনি। দলের ব্যাটিং বিপর্যয়ে উইকেটের একপ্রান্ত বেশ কিছু সময় আগলে রাখেন ভারতীয় তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল।

৭০ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন রাহুল। তার কারণেই দেড়শ পার হতে পারে ভারত। এছাড়া ৩৯ বলে ২৯ রান করেন স্রেয়াশ আইয়ার। ৩১ বলে ২৭ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। 

সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও তারকা ওপেনার শিখর ধাওয়ান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। তারা ফেরেন ৯ ও ৭ রানে। ৪৩ বলে ১৯ রান করে ফেরেন ওয়াশিংটন সুন্দর।

বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ৮.২ ওভারে ৪৭ রানে ৪ উইকেট নেন এবাদত হোসেন।

 

 

কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৮

▎সর্বশেষ

ad