
ডেস্ক নিউজ : লক্ষ্মীপুরে পুলিশের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মিছিলটি পণ্ড হয়ে যায়। রবিবার (৪ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের দক্ষিণ তেউমোহনী এলাকায় এ ঘটনা ঘটে।
কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহসভাপতি নুরুল ইসলাম নয়নকে গ্রেপ্তারের প্রতিবাদে এ মিছিল বের করে জেলা কমিটি।
যুবদল নেতা আবদুল আলীম হুমায়ুন বলেন, কেন্দ্রীয় যুবদল নেতা টুকু ও নয়নকে গ্রেপ্তারের প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করি। কোনো কারণ ছাড়াই পুলিশ আমাদের মিছিলে বাধা দেয়। গণতন্ত্র নেই বলেই এখন আমাদের আন্দোলনে বাধা দেওয়া হচ্ছে। আমরা কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবি জানাচ্ছি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন জানান, যুবদল মিছিল নিয়ে বাজারের দিকে প্রবেশ করতে চেয়েছিল। যানজট নিরসনে তাদেরকে বাজারের দিকে ঢুকতে দেওয়া হয়নি।
কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩২






