
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, ইউক্রেনে শীতের তীব্রতা যতো বাড়বে, সে অনুসারে লড়াইয়ের গতি কমবে। আগামী কয়েক মাস এমন পরিস্থিতি চলতে পারে বলে ধারণা তাদের।
মার্কিন গোয়েন্দা পরিচালক এভ্রিল হেইনস ক্যালিফোর্নিয়ার প্রতিরক্ষা ফোরামে বলেছেন, শীতের শুরুর দিকেই ইউক্রেনের বেশিরভাগ জ্বালানি সেক্টরে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। অন্ধকারে থাকতে হয়েছে ইউক্রেনের লাখ লাখ মানুষকে। কিছু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হলেও অনেক জায়গা বিদ্যুৎবিহীন রয়েছে।
তিনি আরো বলেছেন, এ পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধের গতি কমলেও আগামী বসন্তে পুরো দমে হামলার জন্য উভয়পক্ষই সামরিক সরঞ্জাম সংগ্রহ করবে। এভ্রিল বলেছেন, এখন বেশিরভাগ লড়াই হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত ও দোনেৎস্ক অঞ্চলে। এরই মধ্যে লড়াইয়ের গতি কমে যেতে দেখতে পাচ্ছি। আগামী কয়েক মাস এরকম চলতে পারে।
সূত্র: আলজাজিরা
কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮






