ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

সাম্প্রতিক সহিংসতায় নিহত ২০০, স্বীকার করলো ইরান

Anima Rakhi | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ০৩:৫২:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘গত সেপ্টেম্বরে শত্রুর মদদে ইরানে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সহিংসতা ও নৈরাজ্য শুরু করার পর থেকে এ পর্যন্ত ২০০ মানুষ প্রাণ হারিয়েছে।’

শনিবার ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে সাম্প্রতিক সহিংসতায় নিহত মানুষের এই পরিসংখ্যান তুলে ধরে। এতে বলা হয়, ‘মুষ্টিমেয় কিছু দাঙ্গাবাজ দেশে নৈরাজ্য, সহিংসতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে এবং তাদের অপতৎপরতার কারণে সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো ইরানে অনুপ্রবেশ করে নিরপরাধ মানুষের রক্ত ঝরানোর সুযোগ পাচ্ছে।’

খবর পার্সটুডের। খবরে বলা হয়েছে, ২২ বছর বয়সি কুর্দি নারী মাহসা আমিনি ইরানের আইন অনুযায়ী হিজাব পরতে অস্বীকার করায় গত সেপ্টেম্বরে গ্রেফতার হন। এরপর ওই নারী পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে মারা যান। মাহসা আমিনির মৃত্যুর পর শত্রুদের মদদে সহিংসতা সৃষ্টিকারীরা দাবি করতে থাকে যে, পুলিশি নির্যাতনে ওই নারীর মৃত্যু হয়েছে। কিন্তু পরবর্তীতে পোস্ট-মর্টেম রিপোর্টে বলা হয়, শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রথম নিহতদের সংখ্যা ঘোষণা করা হলো। 

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য এবং সন্ত্রাসী হামলায় নিহত নিরপরাধ বেসামরিক নাগরিক রয়েছেন। এ ছাড়া, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলা নৈরাজ্যে দেশের সরকারি ও বেসরকারি স্থাপনাগুলোর কয়েক ট্রিলিয়ন রিয়ালের ক্ষতি হয়েছে।’

কিউটিভি/অনিমা/০৪.১২.২০২২/বিকাল ৩.৫১

▎সর্বশেষ

ad