ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

প্রাথমিক বিদ্যালয়গুলোতে সোলার প্যানেল বসানো হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ০৩:৩৪:৪৪ পিএম

ডেস্ক নিউজ : নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ছাদে সোলার প্যানেল বসানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘দেশের সেচ পাম্পগুলোকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে সোলার প্যানেলে রূপান্তর করা যায় সেই বিষয়টি নিয়েও কাজ করা হচ্ছে। ‘

আজ রবিবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ‘নেসকো টুওয়ার্ড ২০৪১, চ্যালেঞ্জ অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কম্পানি (নেসকো)।

বিতরণ কম্পানিগুলোর বিদ্যুৎ উৎপাদনের সুযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই বিদ্যুৎ বিতরণ কম্পানিগুলো নিজেরাও উৎপাদনে যেতে পারে, তবে সেটা নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে হলে ভালো হয়। নেসকোর বিতরণ এলাকায় অনেক চরাঞ্চল রয়েছে, সেখানে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের অনেক সুযোগ রয়েছে বলেও তিনি জানান।

নসরুল হামিদ বলেন, ‘দেশে আগামী বছরগুলোতে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। বিদ্যুৎ সমস্যা আর থাকবে না। সামনে রূপপুর বিদ্যুৎকেন্দ্র ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ আসেব এবং আদানির বিদ্যুৎও আসবে। ‘

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন যত্রতত্র শিল্প কারখানা গড়ে উঠেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে যত্রতত্র শিল্প কারখানায় সংযোগ না দেওয়ার। সে বিষয়গুলো বিতরণ কম্পানিগুলোর মাথায় রাখা দরকার। ‘

নেসকো চেয়ারম্যান মো. মোহসীন চৌধুরী বলেন, ‘নেসকো অত্যন্ত দূর্গম এলাকায় বিদ্যুৎ বিতরণ করছে। এসব এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড দেশের অন্যান্য এলাকা হতে একটু কম। বিদ্যুতের চাহিদাও কিছুটা কম। নেসকো এই এলাকায় একটি ক্যাটালিস্টের ভূমিকায় রয়েছে। নেসকোর সফলতার উপর নির্ভর করছে এ এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি প্রকৃতি। অর্থনৈতিক উন্নয়ন বয়ে আনবে আর্থ-সামাজিক গতিশীলতা। আর এভাবেই এ এলাকা হয়ে উঠবে বাংলাদেশের ক্রিটিকাল অর্থনৈতিক জোন। ক্যালিফোনিয়া ছিল আমেরিকার কৃষি ফোন; যা এখন পৃথিবীর ৫ম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এভাবেই নেসকো এলাকাও এগিয়ে যাবে – এটা আমার বিশ্বাস। ‘

বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান বলেন, ‘ নেসকোর গ্রাহক ১৮ লাখ, তারমধ্যে সাড়ে ৫লাখ গ্রাহক প্রি-পেইড মিটারের আওতায় রয়েছে। ২-১ বছরের মধ্যে শতভাগ গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় আসবে। ‘

তিনি বলেন,’ আগামী ২০২৫ সালের মধ্যে নেসকো একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন গড়ে তুলতে চায়। আমি আশা করছি তারা সবার আগে সেটি করতে সক্ষম হবে। ‘

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, ‘সার্বিক দিক বিবেচনা করলে নেসকো এগিয়ে আছে। তবে তাদের সিস্টেম লস এখনো কিছুটা বেশি। তাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। ‘

উল্লেখ্য, নেসকো দেশের রাজশাহী ও রংপুর বিভাগের ১৭ টি জেলায় বিদ্যুৎ বিতরণ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেসকোর এমডি জাকিউল ইসলাম, পিডিবির চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ প্রমূখ।

 

 

কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad