ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

‘কাশ্মীর ফাইলস’ নিয়ে ইসরাইলি পরিচালককে সমর্থন ৩ জুরির!

Anima Rakhi | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ - ০৩:০৮:০৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের চলচ্চিত্র ‘কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্য করে বেশ বেকায়দায় আছেন ইসরাইলি পরিচালক নাদাভ লাপিড।

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে ‘অশ্লীল’, ‘হিংসাত্মক’ এবং ‘প্রচারমূলক’ বলে কঠোর সমালোচনা করেন লাপিড। খবর আনন্দবাজার পত্রিকার।

এবার লাপিডের সমর্থনে এগিয়ে আসেন আরও তিন বিদেশি জুরি। পরিচালক নাদাভ লাপিডের পাশে দাঁড়ালেন গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের তিন সদস্য।

জিনকো গোটাহ, পাস্কাল শ্যাভান্স এবং জেভিয়ার অ্যাঙ্গুলো বারতুরেন নামে তিন জুরি টুইটারে এক বিবৃতিতে জানান, জুরি বোর্ডের সদস্যরা সবাই জানতেন। বোর্ডের প্রধান হিসেবে লাপিড যা বলেছেন, তার সঙ্গে তারা একমত।

ফলে দলছুট হয়ে গেলেন সুদীপ্ত সেন, জুরি বোর্ডে থাকা একমাত্র ভারতীয় পরিচালক।

প্রসঙ্গত, সুদীপ্ত নিজেও ধর্মান্তরণকে কেন্দ্র করে বানানো ‘দ্য কেরালা স্টোরি’ নামে এক ছবির পরিচালক। সেই ছবিকে নিয়েও বিতর্ক শুরু হয়েছে।

লাপিড অবশ্য পরে জানিয়েছিলেন, কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশাকে লঘু করা তার উদ্দেশ্য ছিল না। তিনি কেবল, ছবিতে এর উপস্থাপনার দুর্বলতা নিয়ে কথা বলেছিলেন বলে দাবি করেন। তার এ বক্তব্যে আলোকপাত করেই সমর্থন জানান তিন জুরি।

তিন জুরির বিবৃতিতে লেখা— উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে জুরি বোর্ডের সভাপতি নাদাভ লাপিড, জুরি সদস্যদের পক্ষে একটি বিবৃতি দিয়েছেন। আমরা সবাই ১৫তম প্রদর্শিত ছবি— ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখে বিরক্ত এবং হতবাক হয়ে গিয়েছিলাম, যা আমাদের কাছে একটি অশ্লীল প্রচার বলে মনে হয়েছিল।

এমন একটি ছবি মর্যাদাপূর্ণ উৎসবের শৈল্পিক প্রতিযোগিতামূলক বিভাগের জন্য অনুপযুক্ত বলে আমি মনে করি। আমরা তার এ বক্তব্য সমর্থন করছি।

বিবৃতিতে আরও বলেন, আমরা ছবির বিষয়বস্তু ঘিরে রাজনৈতিক অবস্থান নিইনি। আমরা শুধু শৈল্পিক বিবৃতি দিয়েছি। বরং আমরা বলব— এবার উৎসবের মঞ্চকে রাজনীতির জন্য ব্যবহার করা হচ্ছে। নাদাভের ওপর ব্যক্তিগত আক্রমণ দেখে আমাদের খুব খারাপ লাগছে। এটি কখনই উদ্দেশ্য ছিল না জুরির।

জিনকো অস্কারজয়ী আমেরিকান প্রযোজক। জেভিয়ার তথ্যচিত্র নির্মাতা এবং একই সঙ্গে ফরাসি সাংবাদিক। পাস্কাল একজন ফরাসি ছবি-সম্পাদক।

দিন কয়েক আগেই গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য কাশ্মীর ফাইলস’ প্রদর্শিত হয়। উৎসবের শেষ দিনে ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া বা ইফির জুরি বোর্ডের চেয়ারম্যান লাপিড বিবেক অগ্নিহোত্রীর ছবিটির প্রচণ্ড সমালোচনা করেন।

তিনি জানান, এ ধরনের ছবি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে স্থান পাওয়ার যোগ্য নয়। ছবিটিকে ‘অশ্লীল’ ও ‘প্রচারমূলক’ বলে মন্তব্য করেন তিনি।

লাপিডের এ মন্তব্যের পরই বিতর্কের ঝড় ওঠে। ইসরাইলি রাষ্ট্রদূত তার সমালোচনা করে ক্ষমা চেয়েছেন। ইফির পক্ষ থেকে জানানো হয়, লাপিডের মতামত ব্যক্তিগত। তবে সেই দাবি উড়িয়ে দিয়ে লাপিড জানিয়েছেন, শুধু তিনি একা নন, জুরি বোর্ডের অন্য সদস্যরাও ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়ে একই কথা মনে হয়েছিল।

কিউটিভি/অনিমা/০৪.১২.২০২২/বিকাল ৩.০৭

▎সর্বশেষ

ad