ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ইভিএম দিয়ে নির্বাচন করা আত্মঘাতী হবে : সুজন সম্পাদক

superadmin | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ - ১১:১৩:১১ পিএম

ডেস্কনিউজঃ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘ইভিএম নিয়ে নির্বাচন করা আমাদের জন্য আত্মঘাতী হবে। এই যন্ত্র ব্যবহার করলে মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়। সেই যন্ত্রের ব্যবহারের কি যুক্তি আমরা বুঝি না। তবে হ্যাঁ, এখানে বাণিজ্যের কথা আছে। অনেক রকম অভিযোগ আছে। কাজেই এই যন্ত্র ব্যবহার করে আমাদের জন্য কোনোভাবেই সুষ্ঠু নির্বাচনের জন্য ইতিবাচক হবে না। কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর আরডিআরএস চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় সুজনের রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, জেলা সভাপতি আফতাব হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রবীণ শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বদিউল আলম মজুমদার।

সুজন সম্পাদক দাবি করেন, ‘ইভিএম একটা দুর্বল যন্ত্র। চাচাছিলাভাবে বলতে গেলে এটা একটা জালিয়াতির যন্ত্র। এই যন্ত্র দিয়ে নির্বাচন কমিশন যে ফলাফল চায় সেই ফলাফল সৃষ্টি করতে পারবে। এটা যাচাই বাছাই করার সুযোগ হবে না, এটা অডিট করার সুযোগ হবে না। এটা পুনঃগণনার সুযোগ হবে না। কারণ এটাতে পেপার চেইন নেই।

বদিউল আলম মজুমদার বলেন, ‘ইভিএম ব্যবহার করে বাইরের কেউ জালিয়াতি করতে পারবে না। বাইরে থেকে জালিয়াতি করতে গেলে নির্বাচন কমিশনের যোগসাজস লাগবে। এই যন্ত্র দিয়ে যারা জালিয়াতি করতে পারবে, তারা স্যুট, কোট পরা, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসা। যারা বেঁড়া তারাই খেত খেতে পারে এই যন্ত্র দিয়ে। এটা আমাদের দুর্ভাগ্য। এটাই হলো ইভিএম নিয়ে ভয়, এটাই হলো শংকা।’

বিপুল/০৩.১২.২০২২/ রাত ১১.০৯

▎সর্বশেষ

ad