ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

মেসির সঙ্গে বাজিতে হেরেছি, তবে টাকা দেব না : পোল্যান্ড গোলকিপার

Ayesha Siddika | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ - ০৭:৩৬:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জন্য সেটা ছিল বাঁচা-মরার ম্যাচ, আর পোল্যান্ডের জন্য ততটা গুরুত্বপূর্ণ ছিল না। এমন ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসির সঙ্গে একটি বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বাজি ধরেছিলেন পোল্যন্ডের গোলকিপার ভয়চেক সেজনি। সেই বাজিতে তিনি হেরেও গেছেন। তবে বাজির ১০০ ইউরো তিনি মেসিকে দেবেন না বলে ম্যাচ শেষে জানিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে খুব মজা পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

ঘটনা ম্যাচের ৩৯ মিনিটের।  দারুণ থ্রু বল নিয়ে পোল্যান্ডের রক্ষণে ঢুকে পড়েন ইউলিয়ান আলভারেজ। তার আক্রমণ ঠেকাতে গিয়ে সেজনির হাত গিয়ে লাগে মেসির মুখে। এটাকে পেনাল্টি ঘোষণা করা হবে কি না, তার জন্য ভিএআরের আশ্রয় নেন রেফারি। ওই সময় মেসির সঙ্গে বাজি ধরেন সেজনি। তিনি বলেন, রেফারি এটাকে পেনাল্টি দিলে মেসিকে ১০০ ইউরো দেবেন। একটু পরই ভিএআরের মাধ্যমে সেটাকে পেনাল্টি ঘোষণা করেন রেফারি। মেসির নেওয়া পেনাল্টি শট ঠেকিয়েও দেন সেজনি।

ম্যাচ শেষে নরওয়ের একটি টিভি চ্যানেলকে পোলিশ গোলকিপার বলেন, ‘পেনাল্টির সিদ্ধান্তের আগে তার সঙ্গে কথা হয়। বলেছি, রেফারি এটি পেনাল্টি দিলে তোমাকে ১০০ ইউরো দেব। কিন্তু মেসির সঙ্গে তো বাজিতে হেরে গেছি। জানি না বিশ্বকাপে এসব বৈধ কি না। তারা হয়তো আমাকে শাস্তিও দিতে পারে। তবে এটা নিয়ে ভাবছি না। আমি মেসিকে টাকাটা দেব না। আমার মনে হয় না সে ১০০ ইউরোর জন্য দুশ্চিন্তা করবে। তার অনেক টাকা-পয়সা আছে। ’

 

 

কিউটিভি/আয়শা/০১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫

▎সর্বশেষ

ad