ধামরাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ১৫ কর্মী আহত

Anima Rakhi | আপডেট: ১২ নভেম্বর ২০২২ - ১২:৩৭:৩৮ পিএম

ডেস্ক নিউজ : ঢাকার ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন কর্মী।

শনিবার ভোর পৌনে ৫টার দিকে একটি কীটনাশক তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। 

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. সোহেল রানা জানান, শনিবার কালামপুর বিসিক শিল্পনগরীর বাংলাদেশ এগ্রিকালচারাল নামে একটি  কারখানায় আগুন লাগে। এরপর আগুন ওই কারখানার গোডাউনে দ্রুত ছড়িয়ে পড়লে  পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ৯ ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এ সময় ফায়ার সার্ভিসের অন্তত ১৫ জন আহত হন বলে নিশ্চিত করেছেন তিনি।  

সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজ আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে এবং অন্যান্য শিল্প কারখানা রক্ষায় তারা জীবনের বাজী রেখে কাজ করে যাচ্ছেন। কিন্তু আগুনের তীব্রতা বেশী হওয়ায় এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তারা।

কিউটিভি/অনিমা/১২ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৭

▎সর্বশেষ

ad