
বিনোদন ডেসক্ : বলিউড নগরীর উজ্জ্বল নক্ষত্রের ভিড়ে এসে অনেকেই হারিয়ে গেছেন। এদের মধ্যে হিমাংশ কোহলি এসব তারকাদের মধ্যে অন্যতম। হিমাংশ কোহলি ২০১৪ সালে ‘ইয়ারিয়াঁ’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়েছিলেন। দিব্যা খোসলা কুমার এই ছবির জন্য নতুন অভিনেতাদের নির্বাচন করেছিলেন।
কিন্তু এই ছবি মুক্তি পাওয়ার পর সাফল্যের মুখ দেখেছিল ছবির গানগুলো। হিমাংশও কিছু কম জনপ্রিয়তার স্বাদ পাননি। ১৯৮৯ সালে দিল্লিতে জন্ম হিমাংশের। নয়াদিল্লির কেআর মঙ্গলম ওয়ার্ল্ড স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। সুদর্শন ছিলেন বলে ছোটবেলা থেকে পাড়া প্রতিবেশী-সহ স্কুলের শিক্ষকরা হিমাংশকে ‘অভিনেতা’ বলে সম্বোধন করতেন। স্কুলে পড়ার সময় ‘রামায়ণ’ নাটকে ‘জটায়ু’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তখন থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ জন্মায় তাঁর।
স্কুল পেরিয়ে কলেজে ভর্তি হওয়ার সময় মুম্বাইয়ে পাড়ি দেন হিমাংশ। কিন্তু চার-পাঁচ মাস একটানা অডিশন দেওয়ার পর কোনও কাজ খুঁজে পাননি তিনি। অবশেষে হতাশ হয়ে দিল্লিতে ফিরে আসেন। গণযোগাযোগ এবং সাংবাদিকতা নিয়ে স্নাতক পড়াশোনা শেষ করেন হিমাংশ।
একইসঙ্গে রেডিও জকি হিসাবেও প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। বিভিন্ন মডেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন তিনি। একটি প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর বিশিষ্ট ব্যক্তিদের নজরে আসেন হিমাংশ। একটি নামী চ্যানেল সংস্থার ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান তিনি।
২০১১ সালে ‘হমসে হ্যায় লাইফ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি বাড়তে থাকে তাঁর। পরবর্তীকালে ‘ইয়ারিয়াঁ’ ছবি তাঁর ক্যারিয়ারে মাইলফলক গড়ে তোলে। ছবি মুক্তি পাওয়ার পর বলিউডের জনপ্রিয় নায়িকা নেহা কক্করের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। একই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতেন দু’জনে।
ওই সংস্থা আয়োজিত সকল অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকতেন হিমাংশ এবং নেহা। সেই সূত্রেই আলাপ হয় দু’জনের। নেহা তখন ক্যারিয়ারের তুঙ্গে। কিন্তু অভিনেতার ঝুলিতে একটিমাত্র ছবিই রয়েছে। অভিনেতা কম, বরং নেহার প্রেমিক হিসাবেই বেশি পরিচিতি পেতে শুরু করেন তিনি। নেহার সঙ্গে সর্বত্রই দেখা যেত হিমাংশকে। একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে অভিনয়ও করতে দেখা যায়।
প্রায় চার বছর একসঙ্গে থাকার পর তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। গায়িকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের বিচ্ছেদের কথা জানান। তবে এ নিয়ে কাদা ছোড়াছুড়িও কম হয়নি। সংবাদ সংস্থা সূত্রের খবর, নেহা জনসমক্ষে জানিয়েছেন, হিমাংশ তাঁর যশখ্যাতির ব্যবহার করেছেন।
এই কথা জানার পর নেহার অনুরাগীরা হিমাংশের উদ্দেশ্যে কটু কথা বলেন বলে জানান অভিনেতা। অবশেষে তিনি জানান, এক পক্ষের কাহিনি শুনে তাঁকে খলনায়ক বানিয়ে ফেলা হয়েছে। তাঁর বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে, সবই মিথ্যা বলে জানান অভিনেতা।
শুধু অভিনেতাই নন, এর ফলে তাঁর পরিবারের সদস্যদের জীবনেও প্রভাব পড়েছে বলেও জানান তিনি। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, পরিবারের উদ্দেশ্যেও খারাপ মন্তব্য করেছেন নেহা। গায়িকা জানিয়েছেন, অভিনেতা যদি তাঁর নাম খারাপ করার চেষ্টা করেন তবে তিনি হিমাংশের পরিবার সম্পর্কে সব তথ্য ফাঁস করে দেবেন।
নেহা আরও জানিয়েছেন, অভিনেতা নিজের ক্যারিয়ার নিয়ে না ভেবে নেহার নাম নিয়েই বিখ্যাত হওয়ার চেষ্টা করেছেন। নেহার এই মন্তব্যের পর অবশ্য হিমাংশ তাঁর মতামত জানিয়েছিলেন। অভিনেতা জানান, নেহার ইচ্ছানুসারেই তাঁদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু তাঁরা দু’জনেই এই বিচ্ছেদে রাজি ছিলেন। তাঁদের নিয়ে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তা সবই বানানো।
হিমাংশকে কয়েকটি মিউজিক ভিডিও এবং হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গেলেও তাতে তাঁর ক্যারিয়ারের বিশেষ লাভ হয়নি। আপাতত কোনও কাজ নেই তাঁর হাতে। বলিউডপাড়ায় ‘বেকার’ হয়ে ঘুরছেন হিমাংশ কোহলি।
কিউটিভি/আয়শা/১১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৫