ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আশুলিয়ায় ভাড়া না দিয়ে ওয়্যার হাউস দখলের পায়তারা 

Ayesha Siddika | আপডেট: ২৩ অক্টোবর ২০২২ - ০৭:৩৩:৩৩ পিএম
সাভার প্রতিনিধি : আশুলিয়ায় ভাড়ার টাকা না দিয়ে  ওয়্যার হাউস মালিককে হয়রানীর অভিযোগে ডিকে সুয়টার লিঃ এর চেয়ারম্যান এস.এ.কিউ.এম জাহিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি জিডি (১১৮১)করেছেন ভুক্তভোগী মোর্শেদ আলম ভূইয়া। মোর্শেদ আলম ভূইয়া জানান, আশুলিয়ার জামগড়া এলাকায় ব্রুকহিল লিঃ ২০০৩ সালে ডিকে গ্রুপের চেয়ারম্যান এস.এ.কিউ.এম জাহিদের কাছে পার্কিং ও ফ্যাক্টরির জন্য মাসিক ভাড়া ২৯ হাজার ২৫০ টাকায় স্ট্যাম্পে ভাড়া চুক্তি সম্পন্ন করেন। বেশ কিছু দিন ভাড়া দেয়ার পর ডিকে গ্রুপ ভাড়া দেয়া নিয়ে গড়িমসি করতে থাকে। এক পর্যায়ে ভাড়া দেয়া বন্ধ করে দেন ডিকে গ্রুপ কর্তৃপক্ষ।  ভাড়া না দেয়ায় বকেয়া ভাড়ার অংক দ্বারায় ১কোটি ৯৬ লক্ষ টাকা। 

এ ঘটনায় ব্রুকহিল লিঃ কর্তৃপক্ষ ডিকে গ্রুপের বকেয়া ভাড়ার টাকা পরিশোধ করে ওয়্যার হাউস থেকে তাদের মালামাল সরিয়ে নেয়ার জন্য উকিল নোটিশ,  অনুরোধ ও থানায় জিডি করেছে। কিন্তু ডিকে গ্রুপের চেয়ারম্যান এসে,এ,কিউ,এম জাহিদ উকিল নোটিশ, জিডি ও স্থানীয় বিচার শালিস কোন টাই তোয়াক্কা করছে না। এদিকে ব্রুকহিল লিঃ তাদের ভাড়া না পেয়ে আর্থিক সংকটে পরে মোর্শেদ আলম ভূইয়ার কাছে উক্ত ওয়্যার হাউস এর জমি ২০২২ সালের প্রথম দিকে  বিক্রি করে দেন। জমির পুর্ব  মালিক ব্রুকহিল লিঃ ওয়্যার হাউস ও জমি মোর্শেদ আলম ভূইয়াকে মেপে বুঝিয়ে দেন। 

জমির মালিকানা পরিবর্তন হওয়ার পর বর্তমান মালিক মোর্শেদ আলম ভূইয়া  ডিকে গ্রুপ কর্তৃপক্ষে  তার জমিতে বহুতল ভবন করার জন্য ওয়্যার হাউসটি খালি করতে বলেন। মোর্শেদ আলম ভূইয়ার এই কথায় কর্নপাত না করে বিপরীতে আশুলিয়া থানায় জমির মালিকের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন।  এ ডায়েরিতে উল্লেখ করেন যে, তার ওয়্যার হাউসের মালামাল যে কোন সময় লুট হতে পারে।

এ ঘটনা নিয়ে  আশুলিয়া থানায় বসার তারিখ দিয়ে ডিকে গ্রুপের পক্ষ থেকে কেউ থানায় উপস্থিত হননি। অন্য দিকে  ওয়্যার হাউসের ১কোটি ৯৬ লক্ষ টাকা বকেয়া ভাড়া পরিশোধ না করে  এবং  ওয়্যার হাউস ছেড়ে দেয়ার তারিখ ঘোষণা না করে জমির মালিককে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে। এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই মাসুদ বলেন, জমির মালিক মোর্শেদ আলম ভূইয়া ডিকে গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি  জিডি করেছেন।

বিষয়টি মিমাংসা করতে উভয়কে গত শনিবার বিকেলে উপস্থিত থাকতে বলা হলেও ডিকে গ্রুপের পক্ষ থেকে কেউ আসেননি। এ বিষয় জানতে ডিকে গ্রুপের চেয়ারম্যান এস.এ.কিউ.এম জাহিদকে বার বার মেবাইল করা হলেও সে মোবাইল ফোন রিসিভ করেননি। 

 

 

কিউটিভি/আয়শা/২৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad