ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

এবার দুর্গাপূজা ৩২১৬৮ মণ্ডপে, স্থায়ীভাবে থাকবে আনসার

Anima Rakhi | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০২:১২:২২ পিএম

ডেস্ক নিউজ : এ বছর সারাদেশে ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দুর্গাপূজাকে সামনে রেখে সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন দুর্গাপূজায় এবার আইনশৃঙ্খলাবাহিনীকে আরও বিশেষ তৎপর থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর পূজার শুরু থেকে শেষ পর্যন্ত মণ্ডপগুলোতে স্থায়ীভাবে আনসারবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। 

আজানের সময় পূজামণ্ডপের বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে বলে জানান তিনি।

মণ্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখার জন্য সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার পূজামণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে। এমন জায়গায় পূজামণ্ডপ করা যাবে না, যেখানে গাড়ি প্রবেশ করতে পারে না।

এছাড়াও পূজামণ্ডপের স্বেচ্ছাসেবকদের বাধ্যতামূলক হাতে আর্মব্যান্ড পরার নির্দেশনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা থাকতে হবে।

তিনি বলেন, “অপপ্রচার রোধে সোশাল মিডিয়া মনিটরিং করা হবে। এ ধরনের কাজ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”

“পূজার সময় সারাদেশে সম্প্রীতির আবহ যেন বজায় থাকে সেটাই আমাদের চেষ্টা,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কিউটিভি/অনিমা/১১.০৯.২০২২/দুপুর ২.১২

▎সর্বশেষ

ad