ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ভারতের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ঢাকায় আমন্ত্রণ

Anima Rakhi | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ১১:০৮:৫৭ এএম

ডেস্ক নিউজ : ব্যবসাবাণিজ্য বাড়ানোসহ কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে ভারতের উত্তর-পূর্বের ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের ৩ দিনের জন্য ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত নয়াদিল্লি সফরে এ আমন্ত্রণ জানানো হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহিরয়ার আলম গতকাল শনিবার ঢাকায় এডিটরস গিল্ডের এক অনুষ্ঠানে এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সদ্যঃসমাপ্ত ভারত সফরে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সম্পর্কিত বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ-ভারত, দুই দেশই দ্বিপক্ষীয় সম্পর্ককে পরবর্তী ধাপে উন্নীত করতে সংকল্পবদ্ধ।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নবিষয়ক মন্ত্রী জি কিষান রেড্ডিকে উত্তর-পূর্বাঞ্চলের সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফরের অনুরোধ করেছি। ’

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় আলোচনার ধারাবাহিকতায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নবিষয়ক মন্ত্রী জি কিষান রেড্ডি কয়েকটি উদ্যোগের কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলোর ব্যাপারে সম্মতি জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীদের সফরের সময় মেঘালয় ও আসামের মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বাংলাদেশ আলোচনা করতে পারে। ওই দুই মুখ্যমন্ত্রী তাঁদের নির্বাচনের আগে বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছিলেন। তবে তিন মাস আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আসাম সফরের সময় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, শেখ হাসিনার কারণেই আসাম আজ শান্ত।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘সম্পর্কে সন্দেহ এড়াতে কোন প্রেক্ষাপটে এসব মন্তব্য করা হয়েছে তা আমাদের দেখতে হবে। ’

শাহিরয়ার আলম বলেন, ‘উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নবিষয়ক মন্ত্রী জি কিষান রেড্ডির প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশংসা করেছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের জন্য ঢাকার আমন্ত্রণ ভারতীয় পক্ষ বিবেচনা করবে বলে ঢাকা আশা করছে।

কিউটিভি/অনিমা/১১.০৯.২০২২/সকাল ১১.০৮

▎সর্বশেষ

ad