
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের বাঁচা-মরার ম্যাচে লঙ্কানদের ১৮৪ রানের লক্ষ্য দিয়ে ষষ্ঠ ওভারে এসে জোড়া আঘাত হেনেছেন এবাদত হোসাইন। ওই ওভারেই তার শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন পাথুম নিসাঙ্কা ও চারিথ আসালাঙ্কা। এরপর ৮ম ওভারে এসে ফেরান গুনাথিলাকাকেও।
যার ফলে দলীয় ৬৭ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। নিসাঙ্কা ২০, আসালাঙ্কা ১ ও গুনাথিলাকা ১১ রান করে আউট হন। তবে দুইবার জীবন পেয়ে ক্রিজে আছেন ওপেনার কুশল মেন্ডিস। এরপর ভানুকা রাজাপাকশেকে তুলে নেন তাসকিন আহমেদ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৭৭ রান। মেন্ডিস ৩৭ রানে ক্রিজে আছেন। ভানুকা ২ রানে আউট হন থার্ডম্যানে ক্যাচ দিয়ে।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে টিম টাইগার্সের সংগ্রহ দাঁড়ায় ১৮৩। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন আফিফ হোসাইন। এছাড়া মিরাজ ৩৮, রিয়াদ ২৭, মোসাদ্দেক ২৪ ও সাকিব ২৪ রান করেন।
কিউটিভি/অনিমা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১১:০৫