
আন্তর্জাতিক ডেস্ক : ন্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বৃহস্পতিবার ফ্রান্সের রাষ্ট্রদূতদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকে তিনি রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার বিষয় নিয়ে কথা বলেছেন। ফরাসি প্রেসিডেন্ট রাষ্ট্রদূতদের উদ্দেশে বলেছেন, বর্তমানে তুরস্ক ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার টেবিলে বসানোর চেষ্টা করছে। তার মতে শুধুমাত্র তুরস্ককে একা এটি করতে দেওয়া উচিত না। কারণ এতে করে বহিঃবিশ্বে তাদের (ইউরোপের দেশগুলোকে) ক্ষমতাবিহীন হিসেবে মনে করা হবে। ফলে অন্য দেশগুলোকেও রাশিয়া-ইউক্রেনকে শান্তি আলোচনায় বসানোর চেষ্টা করে যেতে হবে।
এ ব্যাপারে রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে ম্যাঁক্রো বলেন, কে চায় তুরস্ক একমাত্র শক্তিধর দেশ হিসেবে রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাক? আমাদের এমন কোনো ভুল ধারণা দেওয়া উচিত হবে না যেটি আমাদের শক্তিহীনে পরিণত করবে। এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বেশ কয়েকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন । তবে অনেক দেশ এটির সমালোচনা করেছে। তবে ম্যাক্রোঁ বলেছেন রাশিয়া বা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করে ঠিক কাজ করেছেন তিনি।
সূত্র: আল জাজিরা
কিউটিভি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:০৮