ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

শাহনাজ পারভীন মিতা’র খন্ডচিত্র : অরেগনে সামিন : এ এক মায়ার বাঁধন

superadmin | আপডেট: ২০ আগস্ট ২০২২ - ০১:৩২:৫৬ পিএম

অরেগনে সামিন : এ এক মায়ার বাঁধন
———————————————-

পোর্টলেন্ড অরেগন আমেরিকার পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরের সন্নিকটে প্রিয় শহরটি ,যখন আকাশে প্লেনের জানালা থেকে দৃষ্টি ছুঁয়ে যাচ্ছিলো আমার ,অপরুপ পাহাড় নদী বিভিন্ন মাউন্ট চূড়ার রুপালী আভার মনোরম রুপে দৃষ্টির অপার মুগ্ধতায় । এর আগে তিনবার অরেগনের মনোরম প্রকৃতির অপরুপ সুধা অবলোকন করবার সুযোগ হয়েছে আমার । আরো বেশী আনন্দে বিভোর ছিলাম এখানে আমার সন্তান সামিন থাকে যার সাথে দেখা নাই আমার দীর্ঘ তিনবছর ।

২০১৯ এ প্রিয় সন্তান সামিন ও প্রিয় বউমা আনিকার বিয়ের সময় শেষ এসেছিলাম । সামিন ও আনিকাকে (বউমা ) দেখবার জন্য উন্মুখ আমি সাথে ফ্রোডোকেও ( ওদের কুকুর ) ।

প্রবাসে যখন সন্তানেরা থাকে বাবা মায়ের মন সব সময় বিভোর থাকে ওদের চিন্তায় তার উপর করোনার বিশাল থাবা পৃথিবীব্যাপি এই দুশ্চিন্তাকে আরো বাড়িয়ে দিয়েছিলো । আল্লাহর কাছে অসীম শুকরিয়া ওদের কাছে আসতে পেরে । আসবার পর দুজনের এতো ব্যস্ততার ভিতরেও আমাকে নিয়ে কত পরিকল্পনা যেখানে আমি বেড়াতে যাই নাই সেই সমস্ত জায়গা ঘুরে দেখাবার । ওদের সংসারে এই প্রথম আমি এলাম সেখানে আমার সকল সুযোগ সুবিধা নজর রাখা ,দুজনে মিলে আমার জন্য কত মজার মজার রান্না করেছে বিস্মিত আমি ,কবে ওরা এতে বড় হয়ে দায়িত্ব নিতে শিখে গেলো ! সত্যিই পৃথিবীটা অনেক সুন্দর যদি তুমি চাও এ এক মায়ার বাঁধন । আল্লাহ আমাদের সকলকে জড়িয়ে রাখুন এক মায়াময় ভালোবাসায় ।

 

 

লেখিকাঃ শাহনাজ পারভীন মিতা সোশ্যাল মিডিয়ায় একটি পরিচিত মুখ। ফেসবুকের টাইমলাইনে মাঝে মাঝে ঝড় তুলেন মিতা। জীবনের খন্ড চিত্র আঁকতে পারদর্শিনী শাহনাজ পারভীন মিতা ফেসবুক গ্ৰুপ মেইন্টেইন করেন সহপাঠিদের নিয়ে।

প্রিয় ছেলে সমিনলে নিয়ে তাঁর এই আবেগ ঘনপোস্টটি আমরা সংগ্রহ করেছি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে।

 

 


কিউএনবি/বিপুল/২০.০৮.২০২২/ দুপুর ১.২৫

▎সর্বশেষ

ad